তীর্থঙ্কর সুমিত * দুটি কবিতা
স্বপ্ন ভেসে যায়
ভাঙতে ভাঙতে এখন
নদীর পাড় ভেঙে জল হয়েছি
ফেলে দেওয়া তোমার অবাঞ্চিত কথাগুলো
বুকে নিয়ে ভাসিয়ে নিয়ে গেছি
অন্য কিনারায় ---
স্বপ্ন ফুলের মালায়
বিগত কথার সাহিত্য গেঁথে
মাঝ গঙ্গায় হাল টানছি
এখন ক্লান্ত
হাল টানা নৌকায় তোমার ভীষণ ভয়
অথচ সব হালে এখন স্বপ্ন ভেসে যায়...
ব্যর্থতা
নীল রঙের যে পাঞ্জাবীটা তোমার পছন্দের ছিলো
আজ...
বাদামী সুতোর রিপুতে নতুন হতে গিয়েও,হলোনা
আটকে যাওয়া কালবৈশাখী
এখন তোমার ঘরে
আমার ঘরে রবীন্দ্র সঙ্গীত কি দ্বিজেন্দ্রগীতি
শুধুই ভালো থাকার অভ্যেস
আর অভ্যেসে থাকা সময়
সব বদলে একটা মরুভূমি হতে চায়
মরুভূমির নাম ব্যর্থতা।
*********************************************************************************************
১৯৮৯ সালে ১৭ ই মে হুগলী জেলার মানকুন্ডু ব্রাহ্মণ পাড়ায় জন্ম গ্রহণ করেন।ছোটবেলা থেকে লেখালিখির সাথে যুক্ত ।মূলত কবিতা লেখেন।প্রথম কবিতা প্রকাশ পায় স্কুল ম্যাগাজিনে স্বাধীনতা সংক্রান্ত লেখা।বহু পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।প্রথম কাব্যগ্রন্থ পুতুলের সংজ্ঞা, দ্বিতীয় কাব্যগ্রন্থ কথাকলি,তৃতীয় কাব্যগ্রন্থ অক্ষরে অক্ষরে রাতের গল্প, চতুর্থ কাব্য গ্রন্থ বিন্দু,পঞ্চম কাব্যগ্রন্থ অভিসারে তুমি, ষষ্ট কাব্যগ্রন্থ 28 শে লিমেরিক। অক্ষর মালা ও মুহুয়া কথা প্রকাশের পথে।নিজ সম্পাদিত পত্রিকার নাম "আহোরী" নতুনদের নিয়ে এগিয়ে চলাই তার পত্রিকার মূলমন্ত্র।হাইকু প্রভাকর,কাব্য সুধাকর ,পরমাণু কাব্য সারথি, শরৎ সম্মাননা, শরৎ স্মৃতি পুরস্কার, বাঘাযতীন সম্মাননা, পারিজাত সাহিত্য গৌরব, কাব্যকনিকা রত্ন,পারিজাত সাহিত্য ভূষণ, কাব্য ভাস্কর, স্বাধীন কলম সেনানী ইত্যাদি উপাধিতে ভূষিত।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন