নিমাই জানা * দু’টি কবিতা
অ্যাটমিক কেবিনের দ্যা ফ্লেভার রডোডেনড্রন গাছ ও শীততাপ বলাৎকার
অ্যাটোমিক স্তন স্থাপনকালে ডিম্ব গুণাঙ্কের মতো এতো সূক্ষ্ম মৃত্যু ফিলিস্তিনি কবরের ও সাংকেতিক কবরের হাইড্রনিক ফোঁড়া , ( র ) শব্দের রোবটিক বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে প্লেটোরিস শিশুদের মৃতদেহ নিয়ে , কি করা যেতে পারে সারারাত অ্যাম্বুলেন্স কেবিনের টপটপে আঁশের তৈজস অরণ্যের শায়া পড়ে নর্তকটি চন্দ্রবোড়া পুষছে , আমি তো ক্ষতরসের চারপাশে মাথা গুঁড়ো করে তালপাতার শববাহি গাড়িকে ডেকে ডেকে পাতলা আন্ত্রিকে ভোগা মৃতদেহের থার্ড সেমিস্টার পেরিয়ে আসা কারসিজেনিক মেটাবলিক পাইথন মার্কার উট উঠে আমার জননের বিষক্রিয়া ঘটাচ্ছে বিক্রিয়কের ত্রিশূল দিয়ে , বোতলে জমাই আমার আঁশটে সাজানো ডিমের ক্ষয়জাত জ্ঞানযোগ পেরেকের হাফ ইঞ্চি লিভার গন্ডারের বিষথলিটি
ঈশ্বর বসে থাকে আইকনিক অরেঞ্জ ফ্লেভার দ্যা হার্ড স্ট্রবেরিয়ান স্কচ ডিভাইড মদ ভর্তি পোতাশ্রয়ের থেকেও আরো দ্রুত অবুঝ হয়ে ওঠা ফোসকার দাগ হাইড্রোজেন মাখা পদ্ম চক্রপাড় লিঙ্গের মতো বিষাক্ত পর্বত শংকর গিরিখাত নৌকা বিহার অস্ত্যর্থক সুড়ঙ্গ মলদ্বার রক্ত থলথলে পায়ুদ্বার নষ্ট কারখানার অন্তর্বাস খোলা রেখে স্নান ঘরে ঢুকে যাচ্ছে তিনটি ভিনদেশী যমজ গাভী , এতো বিশুদ্ধ গার্ডেনরিচ অসমতল বৃক্ষ বনে চা পাতার মতো শক্ত কহিতুর দাঁত সঙ্গমের শেষে অপর্যাপ্ত সাইটোপ্লাজমিক অনাথ তাদের ধরে ধরে বজ্রপাতের সাথে দৌড়ে বেড়াচ্ছে মৃত মানুষকে হাত দিয়ে ডাকছে লোহার হুকে ঝুলিয়ে দিচ্ছে অবৈধ বাস্তুতন্ত্রের সাপ। চিৎকার করে ডাকি নৈশ বাহিনীর হাড়গোড় বারুদের মতো শক্ত খোলক পড়ে থাকে ,সব মানুষেরাই মৃতের মতো ঘুমোতে ঘুমোতে সারা দেহে চর্ম রোগের নৌকা চালায় বেলুন ফেটে বীর্যের মাত্রাতিরিক্ত জাইগোটিক শাখামুঠি চিতিরা মৃত্যুর অশৌচকারী নাট্য সমর্পণ শেষে সময়ের জলাধারে দুটো বিষাক্ত স্তন খুলে রাখে
নষ্ট মাংস ছিদ্রের উপর আমার কবরের শুঁয়ো পোকা গুলো গলনাঙ্ক বিহীন নাভির লতির থেকে বেরিয়ে আপেলের যৌন রোগ পুড়িয়ে দিচ্ছে অ্যাবস্ট্রাক্ট হাজার এমজির এজিথ্রোমাইসিন লম্ব ঘোষক সিদ্ধার্থ স্থিতিজাড্যের বিষাক্ত কাঠুরি , হাসপাতালের চারপাশে ইলেক্ট্রোম্যাগনেটিক কুকুরেরা মাথার খুলি খাচ্ছে , বেদানা ফল জরায়ু কিনে রেখেছে দাফন কালে
নীল হর্ণি ফ্লেভারের পেট্রোলিয়াম গাড়ি ও যৌন কীটনাশকের পাপাত্মা কঙ্কাল
অদ্বৈত সংকেত হর্ন স্টাইল টাইম ফ্রি প্যাগোডা ক্লিয়ার টমেটো চিটার apps হার্ডকোর ক্লিন সেভ , সহবাস করবে বলে নিচের চতুর্মাত্রিক দীর্ঘশ্বাস শ্বাসকষ্ট লাইসোলিন কিডস ৬ রানস বক্সাইটের জরায়ু ধারালো চকচকে ট্রাম গাড়ি খুনিদের দীর্ঘ চিৎকার শেষে শিশুটি নিজেই পুড়ে যাচ্ছে নিজেই নিজের মুখের ভিতরে আগুন লাগিয়ে দিচ্ছে লম্বা করে ব্লেড দিয়ে চিরে দিচ্ছে মাথাটার ভেতর থেকে তরল ঘৃতজাত শক্ত নোঙর গুলো বের করে পাতলা কবরের মতো চটকে চটকে পাহারাদির জন্য উলঙ্গ শবাসনে বসিয়ে দিচ্ছে রক্তাক্ত হত্যার ও বিনিদ্রজাত হরিণীদের যৌগিক মায়াবীদণ্ড , কি করে হাসলেই আমাদের ধারালোকরা কলের মত বাঁকানো যৌন কীটনাশক বিক্রি করা ঘুম ভেঙ্গে যায় , আরশোলার মতো মাকড়সাড়া আমাকে প্রসব করে তৈলাক্ত প্রসব যন্ত্রণার স্ট্যাচু থেকে নেমে বিশুদ্ধ কাঁচবনে হারিয়ে যাই। আমি পাতলা বমির তুলো ভর্তি গ্যাঁজেলা ওঠা মৃতদেহের ডাস্টবিন শিশুদের হাত পা নাড়া শেষ জবাই কারখানার ছুরি প্রসবদ্বারের পাতাবাহার চারা গাছ নিষ্ঠুর ধুমকেতু লেলিহান জেব্রার নিষিদ্ধ গঠন সবকিছুই ডেড ড্রিমার অ্যাপস ভেগাসের লবস্টার মার্কা গুণিতকে নেমে পিতাদের ধর্মগ্রন্থ পড়ছি, জবাই হওয়ার প্রাক মুহুর্তে,
উঠছি পাহাড়ের মাথায় লাগানো সর্বনাশের সিগনালিন ট্র্যাকিং বারকোড ফুটেট হলুদ দুর্গন্ধ ভর্তি স্ত্রী জননেন্দ্রিয়ের দিকে , উর্বত জানলার শিরদাঁড়া পেট্রোলিয়ামের গাড়ি রাবারের দরজা স্থিতিস্থাপক অসুরদের বিলিরুবিন শক্ত লিঙ্গের বিষাক্ত ক্ষরণ , পিতা হত্যা জনিত পিত্ত অসুখ উপেক্ষা করে বারবার নৌকায় নেমে স্নান করি বিষাক্ত হয়ে দুর্বল হয়ে পড়ি খুনিদের ধরে ধরে পাতাল থেকে উঠে আসি সাপেদের চক্রাকার মন্তাজ দাঁতের জ্ঞান পুত্রদের বিষাদ মালার শবরী পুত্র সেজে ছাই চিবাই
দীর্ঘ চিৎকারের পর বিস্ফোরণের হাড়গোড় মার্কা ট্রাভেল লাগেজের ঋতুপর্ণ নাবিকটি কৌশিক গর্তের চারপাশে স্বয়ং বীরা নারীদের সাথে অতিরিক্ত নিশি যাপন করছে করাল কাঠের দন্তপত্র হেক্সা গোনাল নিউক্লিক পেপসিয়ার , হে পঞ্চম দিনের ভ্রুণ নক্ষত্রের পিয়ানো বাজাও নাভির পাশে ডায়াবেটিক ইনজেকশন দাও ১৪১টি এখনো দূরপাল্লার মগজাস্ত্র ঝলসে উঠছে জ্বরের ব্রা হুকে
*********************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন