মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বিকাশ চন্দ

 



বিকাশ চন্দ * দুটি কবিতা 


নাটমন্দির 


ধুলো মাটি মেখে সেদিন কোলে উঠে এসেছিল 
চেনা উঠোনে মাটির ঈশ্বর 
আমাদের প্রকৃতি ঘিরে ছিল একান্ত ভূবন
সাজানো ফুলের কোরকে
মধু ভেবে গিলেছিল লুকানো পদ্ম গোখরোর বিষ 

অকারণ ঘুমোচ্ছে প্রত্ন ঘরে
হিতাহিত শূন্য জ্ঞানের অধিপতি 
হিস হিস শব্দ তুলে বাঁকা শির দাঁড়ায় 
ঘিরে আছে বাস্তু সাপ 
রাজা রানীর শরীরে একই গ্রন্থি রসে 
নেচে ওঠে একই খেলার পুতুল 

বিষের নিঃশ্বাস তাড়িয়ে বেড়ায় পথ ঘাট
স্কুল কলেজ অফিস আদালত 
প্রতিবাদী শহর গ্রাম খুঁজে বেড়ায় 
শূন্যের মুঠোয় খোঁজে জীবনের দাম 
উৎসব আসরে বাসরে 
গোঁজ হয়ে বসে বাঘিনি থাবার প্রেরণা 

এইমাত্র সমুদ্রে নোনা জলে পাপ ধুয়ে 
নাট মন্দিরে খোঁজে অলৌকিক প্রাণের সন্ধান 















স্বর

নোনা ঘামে কিছু অক্ষর ভিজেছিল 
শব্দহীন সময়ে ভেতরে ধ্বংস হয়েছিল 
অনবরত সকল সহ্য সীমায় লোহিত কণিকা 

অপরাহ্ন জানেনা সান্ধ্যকালীন বয়স যাপন 
এখন নিঃশব্দে পলাশ ঝরার সময় 
কেউ বলেছিল ফুল পেড়ে দাও 
এখন রোদে পড়ে নীলচে শরীর আত্মার অনুধ্যানে

হাওয়ায় ভেসে যাচ্ছে উতল প্রেমের কথা 
সুন্দর সময়ের বুকের খাঁচায় বন্দী কিছু সুখ 
চাঁদ আলোর মিষ্টি রসে ভেসে যাচ্ছে রাতের কালো
শস্য শরীর জুড়ে আমাদের রক্তের টান 
বটের ঝুড়ির মত জড়িয়ে প্রেমের বংশধারা 

জঠরে ওলট পালট শিক্ষা প্রতিভা স্বর
স্তব্ধতার অচেনা মেঘের ছায়ায় ডাকে মুখ 
ত্রিপল ঢাকা সংসারে বন্দী সাম্রাজ্যের সুখ 





















*****************************************************************



বিকাশ চন্দ 

 জন্ম ১লা এপ্রিল ১৯৫৫
লেখা শুরু ১৯৭২ থেকেই। গল্প, কবিতা, কাব্য নাটক,
গল্প, প্রবন্ধ নিয়ে এখনো জীবনচর্যা। প্রকাশিত 
কাব্যগ্রন্থ  :  বীজে অঙ্কুরে বিনষ্ট শিকড়ে ২০০৭,
বর্ণবিহীন বর্ণবিকাশ ২০১৬, ঋতু বদলের ছবি ২০১৭,
আকাশ গঙ্গায় নক্ষত্র ভেলা ২০১৭, বিষণ্ণ দ্রোহ কাল ২০১৮,
শূন্য শরীরে স্থপতির হাত ১৪২৫, সাদা ফুলের কফিন ২০২০,
অনুচ্চারিত শব্দের কোলাহল ১৪২৭, হৃদয় বাঁচে আত্মার 
আড়ালে ১৪২৮, প্রকাশ অপেক্ষায় : কাব্য নাটক "ঝিনুকের
চোখে মুক্তা জল " কাব্যগ্রন্থ "কোন যতি চিহ্ন নেই, শরীরী দেয়ালে আলোর স্তব ২০২২,
জন্মের হৃদপিণ্ডে জীবন আঁকি ২০২৩। 
 প্রকাশ অপেক্ষায় " ছেঁড়া মানচিত্রের চিঠি"। 
কাব্যনাট্য - ঝিনুকের চোখে মুক্ত জল ২০২১। 
কলম আঁকড়ে বেঁচে থাকার প্রয়াসেই কালাতিপাত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন