মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

পার্থ প্রতিম গোস্বামী





পার্থ প্রতিম গোস্বামী * দুটি কবিতা


জবাবদিহি 

১.


যদি জানতে চাওই নেহাত

বলতে পারি গোপন সিন্দুক


কী পেয়েছি কবিতায়

কোন শূন্যে উড়ে যায় ঘর

কোন পূণ্যে ঈশ্বরী আমার

বুকে ছোঁয় স্বর্গীয় আঙুল

কী তীব্র ভাঙচুরে 

গৌন হয় সকল বাঁধন 

আর মৌন হয় স্বর


পেয়েছি মুগ্ধ এক

জ্যোৎস্নার একলা চরাচর 


আর অনন্ত বিচ্ছেদের পর 


যতটুকু তোমার নির্ভুল  ||












২.


তবু যদি বলতেই থাকো

কবিতা দিয়ে কিচ্ছু হয় না


তাহলে তুমি ঘুড়ি জানো না 

নৌকা শেখোনি

এমনকি আড়ালে কাঁদাও


হ্যাঁ, বেঁচে থাকার মতন

কিছু শৌখিন ও অন্ধের

কেবল লাভজনক সম্বন্ধের 

সব বন্ধকী কারবার

সেসব কাজের কিছু হয় না বটে 

তবে সমস্ত লোকসানে 

অপূর্ব বেদনায় তবু 

আনন্দে ভরে ওঠে বুক

কবিতার মানে সেই সুখ 

বলো, নেবে?












****************************************************************



পার্থ প্রতিম গোস্বামী 

পেশায় স্কুলশিক্ষক (ইংরেজি ভাষা) পার্থ প্রতিম লিটল ম্যাগাজিন এবং ওয়েবজিনে নিয়মিত লিখছেন। 
 কবিতা লেখা, গান তৈরী ও গান গাওয়া-র মধ্যে জীবনের অপার আনন্দ খুঁজে পান। 
বসবাস পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা টাউন । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন