আজিজ উন নেসা * দুটি কবিতা
কালু চাচা
কালু চাচা একবার বলেছিল, "জানিস ভাইপো
যখন তুই যেকোনো ব্যাপার নিয়ে প্রত্যাশা করার
পরিবর্তে পরিস্থিতিকে মেনে নিতে শিখে যাবি
তখনই কেবল তোর দু:খ কষ্ট কম হবে"।
কালু চাচা বলতে পারো, দুঃখ কষ্ট কতদূর পর্যন্ত
সওয়া যায়....? এক হাত, এক কোমর না এক মাথা পর্য্যন্ত?
এক মাথা জলে শিশুটা দাঁড়িয়ে থাকতে পারে না
ডুবে যায় গো কালু চাচা, ডুবে যায়!
অর্ধ মৃত মনটাকে আর কত মারবে?
একটু যদি ভালবাসার হাত বাড়িয়ে দাও, মনটা প্রাণ পায়!
তুমি থেকো চালার নিচে, আমাকে দিও শুধু
একটু চালার উপরটা.... অবলম্বন পেলেই দেখবে লাউ গাছটা
কেমন তড়তড়িয়ে বেড়ে উঠবে, সময়ে তুমি শাকও পাবে
আর লাউ তো উপরি পাওনা!
বাপের বাড়ি
বাবা বিছানায় শুয়ে থাকলে
বুঝতে পারতাম বাবার আজ জ্বর এসেছে,
মা'কে কোনদিন বিছানায় শুয়ে থাকতে দেখিনি...
পরিশ্রমই শুষে নিত সব জ্বর!
বাপের বাড়িটা মানেই
মায়ের সারা দিনের সংসার
যাওয়ার সময় রাস্তা কিছুতেই ফুরায় না,
কতক্ষণে পৌঁছাই সেই বাড়ি!
তারপর
সময় তাড়াতাড়ি গড়িয়ে যায়....
এ'বার ফেরার পালা,,
দু'পা এগোই একবার পিছনে তাকাই-
মা সদর দরজায় ঠাই দাঁড়িয়ে থাকে...
যত এগোই মায়ের ছবি আস্তে আস্তে আবছা হয়
তারপর এক সময় শুধু শাড়িটা নজরে আসে
আরো কিছু পরে পুরোই যেন আবছা
দূরত্ব সব গিলে খায়!
কতদিন হয়ে গেল সেই বাড়ি ছেড়ে চলে এসেছি।
********************************************************************
জন্ম: ১৯৭২ সালের ৪ঠা ডিসেম্বর পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়। বাবার চাকরি সূত্রে পশ্চিমবঙ্গের অধুনা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বেড়ে ওঠা। এন.আই.টি দুর্গাপুর থেকে বি.ই ও এম টেক করলেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আসক্ত।
প্রকাশিত বই: 'নিজেকে খুঁজে পাওয়া' (আনন্দ প্রকাশনী ), সংকলন: 'কবিকণ্ঠ'(নভোনীল সাহিত্য প্রকাশনী), 'সপ্রোসাইন ভলিউম টু'(দ্য কুইল পাবলিকেশন)।
বিভিন্ন পত্রপত্রিকা, ফেসবুকে কবিতা, গল্প প্রকাশিত হয়ে থাকে। সাহিত্যচর্চার মাধ্যমে মন ও হৃদয়ের পরম মুক্তির অনস্বাদিত স্বাদ অনুভব করি।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন