জীবন সরখেল * দুটি কবিতা
বৈশাখ
শিরোধার্য পরিবর্তনসূত্রেই মার্গশীর্ষ অগ্রহায়ণের বদলে গেল
স্থানাঙ্ক;
মধুসূদন ওরফে মাধবমাসের আস্তিনে এল বঙ্গাব্দের প্রথম
স্থান!
রাধাচূড়া-জারুল-কামিনী-নাগেশ্বর-বকুলেরা হাত ধরাধরি
করেই মানুষের শুভ ইচ্ছে হয়ে ফুটলো সুপ্রভাতে
ভালো কাজের জন্য সময় বা পরিবেশ নয়;আজও সমস্ত
অজুহাত ঠেলে উদার নিঃস্বার্থ হৃদয়বত্ত্বাই এগিয়ে নিয়ে যেতে
পারে আলোকিত রং মশাল....
আকাশে মৃগশিরা নক্ষত্র হোক বা বিশাখা নক্ষত্রের উপস্থিতি
অন্যকে রঙ মাখানোর আগে নিজের হাতে খুব ভালো করে
জীবনের রঙ মাখতে জানলেই ঠিক হতে পারে প্রকৃত দিন-
মাস বা বছরের শুভারম্ভ....
বৃষ্টি
জমা যত দুঃখ কষ্ট গ্লানি মুছে দেওয়ার অছিলায় ঠিক সময়েই
'সে' আসে...
পূর্ণতার সামগানে বাজে আলো-মাটির সহজিয়া সুর;
মিষ্টি সুগন্ধে ভরে ওঠে পৃথিবীর কোল
চিরন্তনী ভালোবাসার রিংটোনে আজও বৃন্দাবন-অকল্যান্ড-
প্যারিস-সান্তিয়াগো সব হয়ে যায় একাকার!
'অন্তর্বাহিনী চির-সঞ্চারমান স্রোত' সঙ্কীর্ণতার সমস্ত বেড়া
ভেঙে কেবল 'তার' উদার প্রশ্রয়েই আজও সর্বজনীন হয়ে
উঠতে চায়....
****************************************************************
১৯৮০খৃষ্টাব্দের ২৪শে অক্টোবরে জন্ম। পেশায় স্কুল শিক্ষক হলেও, কবিতা লেখা নেশা। দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন । উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল "বিবেকদানি" ও "পরিণতি"।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন