প্রবীর কোনার * দুটি কবিতা
অপেক্ষা
একটানা অপেক্ষা করলে
আর সে অপেক্ষার পথ বাড়িয়ে দিলে
যদি দেখা যায় লক্ষ্য একটাই
আমার ভিতরের বদ লোকটা
মাঝে একটা সময় বেরিয়ে পড়ে চরম অস্বস্তি নিয়ে
পবিত্র কিছু সাহস নিই দম নিই এই ভেবে যে
আমি হাওয়ার মন জানি,
সারাদিন কোথায় যায় ,কি করে
যা বলবার ওকেই বলব,ও এমনিতেই বাধ্য
ঠিক মেঘ সরিয়ে গোধূলির কাহিনি লিখবে
এই সময়ই তো সব আকাঙক্ষা বড় হয়
প্ল্যাটফরমের পরিত্যক্ত কোনে,
যেখানে ঠান্ডা বারণ থাকে,শান্ত নিষেধাজ্ঞা থাকে
যাকেই দেখি মুখ ঘুরিয়ে নেয়
হাসে,আবার থেকে থেকে মুখ বেঁকায়
যে আসবে বলেছিল,এল না,যারা এল বলে গেল
স্বনির্বাসনে আমি
আছে বলতে সেরকম কিছুই না
হকারের বানিজ্য ডাক, বনের মধ্যে রুদ্র পলাশ
বসন্ত
তুমি কিভাবে দেখতে চাইছ
তার উপর নির্ভর করছে আমি কিভাবে দেখব
আমি ভাবছি অন্য একটি বিষয়
বাতাস যেভাবে নির্দেশ দেবে বসন্ত সেখানেই থামবে
বাতাসের নির্দেশ অনেকটাই ফুলসর্বস্ব
শুধু যে ফুল তাই নয়
যুবক যুবতীর দেখা না পেলে
শুনেছি বাতাস কোনও নির্দেশই দেয় না
বেশ মুশকিলে পড়া গেল
তোমাকেই বা কি বলব এখন
কাকে আর বলব মকশো করতে মিছিমিছি ভিড় জমাতে
মনে হয়ে বেশ মহড়া নিয়েই মাঠে নেমেছ
যাতে আরও কিছুদিন পিছু লাগতে পারি
আমাকে না দেখতে পেলে তুমিও তো আবার দাঁড়াবে না ।
*********************************************************************
জন্ম পূর্ব বর্ধমান জেলার রায়না থানার রামবাটী গ্রামে ।পেশায় শিক্ষক ।সাহিত্য তার কাছে অবসরের শুশ্রূষা ,তার নিকটতম উপশম





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন