কাক এত কালো কখনও ছিল না
টেড হিউজ
আদমের ওপর বীতরাগ হয়ে,দেবতা
স্বর্গের দিকে চাইলেন,
এবং দেবতার ওপর বীতশ্রদ্ধ হয়ে আদম
ফিরে চাইল ইভের দিকে,
আর সবকিছু টুকরো টুকরো হয়ে
ভেঙে পড়ল।
কিন্তু কাক, কালো কাক,
একটা কাক ওদের গেঁথে ফেলল একসাথে
স্বর্গ আর নরক।
তারপর মানুষ চিৎকার করে উঠল ভগবানের কন্ঠে,
আর ভগবান ক্ষত বিক্ষত হয়ে গেল মানুষের রক্তে।
স্বর্গ এবং ভূমির জোড় ককিয়ে উঠল ব্যথায়
ওখানে ঘা হয়ে গেল
পচে গ্যাংগ্রীন
সে এক বিভৎস অন্তর্জলি যাত্রা।
যন্ত্রণা কমেনি
মানুষ হতে পারেনি মানুষ
এবং ঈশ্বর হতে পারেনি সর্বশক্তিমান।
যন্ত্রণা
বাড়ল
কাকটা
হাসছে
আর নিজস্ব কালো পতাকা ঝাপটে
এখন চিৎকার করে বলছে:
"এসব আমারই সৃষ্টি"
Crow Blacker than ever
Ted Hughes
When God, disgusted with man,
Turned towards heaven.
And man, disgusted with God,
Turned towards Eve,
Things looked like falling apart.
But Crow . . Crow
Crow nailed them together,
Nailing Heaven and earth together -
So man cried, but with God's voice.
And God bled, but with man's blood.
Then heaven and earth creaked at the joint
Which became gangrenous and stank -
A horror beyond redemption.
The agony did not diminish.
Man could not be man nor God God.
The agony
Grew.
Crow
Grinned
Crying: 'This is my Creation,'
Flying the black flag of himself.
কাক ও মা
টেড হিউজ
কাকটা যখন কাঁদে কানের ভেতর দিয়ে সে ক্রন্দনধ্বনি
বিদ্ধ করে ওর মায়ের হৃদয়।
যখন ও হাসে ডুকরে কেঁদে ওঠে ওর মা। তার
বুক এবং করতল অথবা ভ্রূ...ভেসে যায় রক্ত অশ্রু জলে।
যতই পায়ে পায়ে এগিয়ে যায় আরও,গভীর ক্ষতচিহ্ন
এঁকে দেয় সকলে ওর জননীর মুখে।
ক্রোধে আগুন হয়ে উঠলে,বুকফাটা কান্নায় ভেঙে
পড়ে ওর মা।
যখন শান্ত হলো সে,
ওর মা ওকে প্রাণপন ঢেকে দিল। বইচিহ্ন যেমন
লুকিয়ে থাকে বইয়ের পাতায়।
তবুও তো চলে যেতে হবে তাকে।
কাকটা লাফিয়ে ওঠে গাড়ির ভেতর
দড়ির ফাঁস পেঁচিয়ে ধরল ওর গলা
আর ছিটকে পড়ল কাকটা।
বিমানে ঝাঁপিয়ে পড়ল সে। আর ওর শরীর জড়িয়ে গেল
জেট প্লেনে__
হৈ হল্লায় বাতিল হলো বিমান।
হৃদয় বিদীর্ণ করা খননপথে ঢুকেছিল সে রকেটের ভেতর।
বেশি কিছু চোখে পড়ে না তার আরাম যদিও বেশ। সে
দেখেছিল
দূর দুরান্তে নক্ষত্রের দেশ এভাবে।
ভবিষ্যত আর মহাকাল দেখেছিল ওই কাক।
সৃষ্টির ফাঁস মুক্ত হতে হতে সে ঘুমিয়ে পড়ল ঘুম ভেঙে
আছড়ে পড়ল চাঁদের মাটিতে।
তারপর একদিন ঘুম ভেঙে গেল। গুটি গুটি
ওর মায়ের ডানার নিচে লুকিয়ে পড়ল কাক পাখি।
Crow and Mama
Ted Hughes
When Crow cried his mother's ear
Scorched to a stump.
When he laughed she wept
Blood her breasts her palms her brow all wept blood.
He tried a step, then a step, and again a step -
Every one scarred her face for ever.
When he burst out in rage
She fell back with an awful gash and a fearful cry.
When he stopped she closed on him like a book
On a bookmark, he had to get going.
He jumped into the car the towrope
Was around her neck he jumped out.
He jumped into the plane but her body was jammed in the jet -
There was a great row, the flight was cancelled.
He jumped into the rocket and its trajectory
Drilled clean through her heart he kept on
And it was cosy in the rocket, he could not see much
But he peered out through the portholes at Creation
And saw the stars millions of miles away
And saw the future and the universe
Opening and opening
And kept on and slept and at last
Crashed on the moon awoke and crawled out
Under his mother's buttocks.
*******************************************************************
কলকাতা নিবাসী সাহিত্যিক জয়িতা ভট্টাচার্য পেশায় শিক্ষক। অল্প বয়স থেকে লেখালিখি। প্রধানত মানবাধিকার বিষয়ক বুলেটিন ও খবরের কাগজে লিখতেন। প্রথম প্রেম কবিতা। এযাবৎ চারটি কবিতার বই,একটি গল্পের বই ও একটি উপন্যাস প্রকাশিত। লিখেছেন অসংখ্য সংকলনে। এছাড়াও নিয়মিত প্রবন্ধ, ও অনুবাদ কবিতা লেখেন বৈদ্যুতিন ও মুদ্রিত পত্রিকায়। পেয়েছেন সরকারি ও সাহিত্য গোষ্ঠীর নানা সম্মান।বইমেলায় প্রকাশিত জয়িতা ভট্টাচার্যের দুটি বই----






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন