তুষার ভট্টাচার্য * দুটি কবিতা
ভালবাসা যেন
ভালবাসা যেন মধ্যরাত্তিরে অধো ঘুম স্বপ্নের ভিতরে
জেগে ওঠা মাটির ঘরবাড়ি নিকোনো উঠোন
শিশিরের জলে ভেজা শিউলি ফুল কুড়ানো শ্যামল কিশোরীর মুছে যাওয়া
নূপুর পায়ের চিহ্ন ;
ভালবাসা যেন বুকের ভিতরে ভেসে ওঠা
অশ্রুজলে ভেজা স্মৃতির অক্ষর
নীলিম আকাশে ফুটে ওঠা কিশোরীর
লাজুক মুখের ছবি
হলুদ বইয়ের ভাঁজে গোপনে লুকোনো প্রেমের চিঠি, ময়ুর পালক l
ম্যাডাম আপনি
গালে টোল পড়া ম্যাডাম আপনি হেসে কথা বললেই
বুকের ভিতরে কুহু কুহু সুরে গান করে বসন্ত কোকিল
রূপকথা রঙীন স্বপ্নগুলি উড়ে এসে পড়ে
দু'চোখে ;
উজাড় করে ভালোবেসে যদি আপনাকে না পাই
তবে চলে যাব নিরুদ্দেশ বাউল যাত্রায় l
*******************************************************************************************************
তুষার ভট্টাচাৰ্যর জন্ম ১৯৬২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে l স্নাতকোত্তর পাশ ( কলকাতা বিশ্ববিদ্যালয় ) সরকারি কর্মী l দীর্ঘদিন ধরে কবিতা লেখেন l সিগনেট প্রেস থেকে ২ টি কবিতার বই প্রকাশিত হয়েছে l





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন