মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নীলাঞ্জনা ভট্টাচার্য্য





নীলাঞ্জনা ভট্টাচার্য্য * দুটি কবিতা


সঙ্গীবিহীন

হেঁটে চলা একলা মানুষ

জনসমুদ্র মাঝে

আপনমনে হিসেব কষে

যোগবিয়োগের সাজে ।

কোলাহল আর ভাবনা মন

মিশে যায় তার সুরে

রঙীন মনের স্বপ্ন আশা

পাড়ি দেয় দূর সুদূরে ।

গ্রাম আছে তার অনেক দূরে

প্রাণের ভালোবাসা

ইঁট পাথরের শহর মাঝে

এক চিলতে বাসা ।

দৈনন্দিন কাজের শেষে

একলা বাসায় এসে

সঙ্গীবিহীন জীবন চলে

আয়না কাঁচে হেসে ।

প্রাণের মাঝে রয় যে আশা

মাস তো কয়েক খান

বুকের ভিতর আঁকড়ে রাখে

গ্রামের মাটির টান।













নতুন আশা 

চৈত্রশেষের দিনলিপির

বদল হল  হর্ষে

পলাশ রাগে সাজলো ধরা

পড়ল নববর্ষে ।


জ্বলন্ত ওই রোদের তাতে

কাহিল বসুন্ধরা

এরই মাঝে জুড়ায় যে প্রাণ 

পরভৃতের স্বরা । 


নতুন আশা , ভালবাসা 

জড়িয়ে রয় প্রাণে 

নতুন বছর জেগে ওঠে 

আনন্দে আর গানে ।


হালখাতা আর নতুন জামায়

ফিরতি ছোটবেলা

তবু চোখ ভিজে যায় সঙ্গোপনে

বয়স বাড়ার বেলা ।।













**********************************************************************




 নীলাঞ্জনা ভট্টাচার্য 

নীলঞ্জনা ভট্টাচার্য একজন বিশিষ্ট শিক্ষিকা , ঘরে বাইরে তার ব্যস্ত জীবন । তার মধ্য থেকেই একটু সময় বার করে কবিতা লেখা ও আঁকা । মনের খিদে মেটাতে ও ভাব প্রকাশ করতে তিনি কবিতা ও গল্প লেখেন । তার লেখালিখি বিভিন্ন  পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয় । বাংলা ভাষার সঙ্গে ইংরাজি ভাষাতেও তিনি কবিতা লেখেন । ছন্দ মন  ও মনপাখি নামে তাঁর দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন