মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বিশ্বজিৎ বাউনা

 



বিশ্বজিৎ বাউনা * দুটি কবিতা 


কর্মফল 

ডানা থেকে ক্ষত গড়িয়ে উপেক্ষায় রাখি।


হাঁড়িকাঠে পড়ে থাকা বিকেলের দেহে

ক্ষয়াটে মজলিস নিয়ে উড়ে আসে নাছোড় মাছি...


কাঙ্ক্ষিত সেলাই নেই, বিভ্রমে স্থির অতল


আরোগ্যের বিনয় নিয়ে 

যখন দাঁড়াই একা একা তোমার কাছাকাছি 


অনাহুত ছাই ঝরে...


প্রতিটি ছাই কণা দীর্ঘ ফলার মতো 

বুমেরাং স্নেহে


উপাস্য ভানে বুকে বিঁধে যায় ধারালো অবিরল।













ছারখার

মৃত খোলসের দিকে তাকিয়ে 

মাচায় বসে থাকা রোদের চোখ খুলে যায় 


মুখরিত বাতাসে জমাট তোলপাড় টিপে টিপে 

কামার্ত খুঁটে নেয় যে যার দমিত বৈকল্যের ক্ষার


মোচনে মোচনে সন্ধ্যা আসে


শেষরাতে 

প্রকৃত প্রেত ফিরে এসে দেখে --

অচ্ছুত শিশিরের নীচে পড়ে আছে নিঁখুত ছারখার













*********************************************************************




বিশ্বজিৎ বাউনা 


বিশ্বজিৎ বাউনা। জন্ম ১৯৮৬। পশ্চিম মেদিনীপুরে। পিংলায়। ২০১০-এ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ. (ফার্স্ট ক্লাস, সিলভার মেডেলিস্ট)। বি.এড., পিএইচডি। পেশায় এইচ এস শিক্ষক। ২০১১ থেকে শিক্ষকতা করছেন ঘাটালের গৌরা সৌনামুই কেবিএ শিক্ষায়তনে। কবিতা ছাড়াও গল্প লেখেন। পেয়েছেন 'দ্বৈরথ সাহিত্য সম্মান', 'চূনী কোটাল স্মৃতি সম্মান' ও 'বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার'। উল্লেখযোগ্য প্রকাশিত বই: 'ডুলুং পাহাড়ে রহস্য',  'ঈশ্বরীকে হলুদ সনেট', 'নৈঃশব্দ্যের ক্ষতগুলি',  'লুণ্ঠন শেষের শূন্যতা', 'ধুনুচি তফাৎগুচ্ছ', 'বিরসা মুন্ডা: উলগুলানের সনেটগুচ্ছ',  'অক্ষরের কালকেতু',  'বেতাল রহস্য', 'পীড়াপর্বে একলব্য' ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন