মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

গোবিন্দ মোদক

 




গোবিন্দ মোদক * দুটি কবিতা


জীবনের বাজি 



জীবনের সব বাজি জিতে ফেলা যায় না

আহাম্মকও জানে। 

তবু স্বপ্নবিলাসী মন এক্কা-দোক্কা খেলে 

পা টিপে টিপে পার হয় কালবেলা 

চড়াই উৎরাই আর ভালোবাসার রকমফের 

কিছু আলো ছলকে পড়ে জীবনপাত্র থেকে

অনেকটা অতিরিক্ত জলের মতো 

কিছু চেতনা ত্বরণের খোঁজে দিশাহারা হয়

উপন্যাসের কিছু অযাচিত চরিত্র 

অনিবার্য ভেসে যায় ছায়াছবির মতো 

কে কবে দেখেছে সোনার পাথরবাটি! 

তবু এই যে হেঁটে চলা ভোরের দিকে 

এই যে পিছুটান স্মৃতির ভারে 

এই যে ভালোবাসা সজ্ঞান ভুলে 

এই যে এক মুঠো স্মৃতির সন্ধ্যা 

কড়া নাড়ে মনের দরজায় 

মন সব জানে 

তবু বিশ্বাস করতে মন চায় না যে —

জীবনের সব বাজি জিতে ফেলা যায় না!


















সেরা যাদুবিদ্যা 



শরীরী-খেলার জাদুকর 

এইবার বিছানা ছেড়ে নেমে এসো মেঝেতে 

দুই উরু বিছিয়ে আমি পড়ে আছি 

আদিমতম সন্ধিস্থল ও স্তনতট নিয়ে 

অপাঙ্গে নয়, সহস্র চোখ মেলে 

তুলে নাও দৃষ্টি সুখের ফসল 

তারপর নেমে এসো দেহসমতলে। 

এখন তটরেখা লীন সমান্তরাল দিগন্তে 

পথভোলা জাহাজ দিকভ্রান্ত

মাস্তুল জুড়ে পতপত করে নিশান 

নেচে ওঠে বারবার 

পিপাসার বুক জুড়ে হাহাকার দামামা 

লবণাক্ত সুখ বাতাসকে আলোড়িত করে 

ঠা ঠা শূন্যতা এইমাত্র কেঁদে কেঁদে 

ফিরে গেলো সুনীল আকাশে 

ভেবে দেখো এবার হয়েছে সময় ওগো জাদুকর

অলৌকিক মুদ্রায় তুলে দেখাও দু’আঙুলে

তোমার সেরা তাসের খেলা!





******************************************************************************************




                                       গোবিন্দ মোদক 

কথা:- জন্ম 05-01-1967 
শিক্ষাগত  যোগ্যতা :- M.Com (C.U.)।  
পেশা :- প্রথম জীবনে অধ্যাপনা, পরবর্তীতে India Post (ডাক বিভাগে) কর্মরত।
বাণিজ্য বিভাগের ছাত্র হওয়া সত্বেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। কবিতা, গল্প, প্রবন্ধ, রম্য রচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন:- বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা, এলোমেলো ভাবনায় নিমগ্ন হওয়া।

প্রথম লেখালিখি: প্রথম কবিতা "প্রেম" প্রকাশিত হয় শারদীয়া অভিষেক (1397) পত্রিকায়। প্রথম গল্প ছাপা হয় তটরেখা পত্রিকায় (হরিপদ'র গল্প) 1989 সালে। প্রথম কিশোর উপন্যাস "গুপ্তধনের খোঁজে" প্রকাশিত হয়েছে 1989 সালে শারদীয় "আসানসোল হিতৈষী" পত্রিকায়।

    প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ *  গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি  সম্মাননা: পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই সবচেয়ে বড় পুরস্কার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন