দেবার্ঘ সেন-এর কবিতা
পুরোনো বাড়ির মেঝে
(১)
পুরোনো বাড়ির মেঝে,
রক্ষার অভাবে ফাটল ধরেছে।
তুমি নেই
নেই তুমি—
ওই ফাটল ধরা মেঝে,
যেন আমার বুক।
(২)
মিস্ত্রি এলে,
তাকিয়েছি করুণ চোখে
বলেছি সাধ্য নেই এসব সারাবার।
বিরক্ত হয়েছে সে।
আমি পথ ছেড়ে,
ছোট্ট বাগান থেকে
কয়েকটা সাদা নয়নতারা
তার হাতে তুলে দিয়েছি,
খানিক জোর করেই।
(৩)
সন্তুষ্ট করা নয়,
আমি সে পাঠশালায় পড়িনি
তুমি তা জানো।
তবু যদি ক্ষতগুলো ঢেকে দ্যায় ফুল
যেমন বিকেলের হারমোনিয়াম
গানের খাতা, বিনুনি করা চুল
আর সেই তোমাকে হারানো
এসব সন্তুষ্ট করা কি!
কী জানি,
হয়তো তুমি তা জানো।
(৪)
তবু এতো নিরাপদ,
সরল অধিক শিকড়ের বিরহ—
বুকে নিয়ে হাঁটতে হয়
হাঁটতে হবে
সরণীর পর সরণী, রক্তপাত
এই বাড়ির মেঝে,
আজন্মকাল;
বাড়িটির মৃতদেহ।
****************************************************************************************************
এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। বিষয় ভাবনার নানাবিধ বৈচিত্র ছুঁয়ে থাকে তাঁর কবিতা। স্বকাল ও স্বদেশ ভাবনা তার মধ্যে অন্যতম । দেবার্ঘ সেন-এরকবিতার বই---) সমান্তরাল, দিগন্ত প্রকাশন ২) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন ৩) কাজল বাঁশী, বার্তা প্রকাশন ৪) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন ৫) স্পর্শ নামক জেলখানা, একটি গীর্বাণ প্রকাশনা ৬) ভাতের জন্ম, সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা ।




ভীষণ শক্তিশালী একটা কবিতা। সৎ ও সাহসী কলম। 🙏❤️
উত্তরমুছুন