শনিবার, ১৪ জুন, ২০২৫

বিমল মণ্ডল

 




বিবর্ণমুখ

বিমল মণ্ডল


জানি না আজ

মনটা কেন ভরে

             বিষণ্ণতায়, অবসাদে

সাধের এই পৃথিবীর নীচে

তোমার কাছে ভিক্ষা চেয়েছিলাম

             অনাকাঙ্ক্ষিত বিশ্বাস রেখে


তোমার সাথে থাকার প্রতিশ্রুতি

আমি সেই দিন দিয়েছিলাম

যেদিন তুমি আমায় পিতৃত্বের

স্বীকৃতি দিয়েছিলে...


তুমি চোরাবালিতে  আটকে এখন

তোমার চারপাশে আমাকে ঘিরে

আলোচনা, সমালোচনা জুড়ে

তোমার পরিচিত কত বিবর্ণমুখ...












**************************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন