শনিবার, ১৪ জুন, ২০২৫

আজিজ উন নেসা




আজিজ উন নেসা * দু’টি কবিতা



বৈশাখে দামোদর 


দিগন্ত বিস্তৃত দামোদর

দুই পাশে দুই কোলবালিশ

এক পাশে বাঁকুড়া আর একপাশে বর্ধমান

মাঝখানে চার হাত পা মেলে শুয়ে আছে 

নিজের আপন ভূমে

বালির গদির উপর শুয়ে আছে দামোদর

জায়গায় জায়গায় বালির গদি ফাটিয়ে সঞ্চয় করে রেখেছে তৃষ্ণার কিছু জল মানুষের কথা ভেবে

মাছেদের বাঁচিয়ে রেখেছে অকাতরে 

মানুষ তৃষ্ণার্ত! ক্ষুধার্ত!













ধর্মের পাঁচিল 


কেন তোমার সাথে আমার চিরবৈরিতা?

জানো না আমি যে তোমার যমজ ভাই! 

তুমি হিন্দু হলে, আমি মুসলমান 

তুমি ব্রাহ্মণ হলে, আমি শূদ্র 

তুমি ইহুদি হলে, আমি খ্রিস্টান

তুমি ক্যাথলিক হলে আমি প্রোটেস্ট্যান্ট 

হাতে হাত ধরলেও হৃদয় গুলো ধর্মের পাঁচিলে ঘেরা, 

সেখানে আলোও ঢোকে না, বাতাসও খেলে না! 

মানবতাবাদীরা চিৎকার করলে করুক,

বোমা, গুলি গুলো তো বিক্রি হতে হবে!


ভীষণ আক্ষেপ হয় এ বুকে।।













********************************************************************




আজিজ উন নেসা

জন্ম: ১৯৭২ সালের ৪ঠা ডিসেম্বর পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়। বাবার চাকরি সূত্রে পশ্চিমবঙ্গের অধুনা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বেড়ে ওঠা। এন.আই.টি দুর্গাপুর থেকে বি.ই ও এম টেক করলেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আসক্ত।

প্রকাশিত বই: 'নিজেকে খুঁজে পাওয়া' (আনন্দ প্রকাশনী ), সংকলন: 'কবিকণ্ঠ'(নভোনীল সাহিত্য প্রকাশনী), 'সপ্রোসাইন ভলিউম টু'(দ্য কুইল পাবলিকেশন)। 

বিভিন্ন পত্রপত্রিকা, ফেসবুকে কবিতা, গল্প প্রকাশিত হয়ে থাকে। সাহিত্যচর্চার মাধ্যমে মন ও হৃদয়ের পরম মুক্তির অনস্বাদিত স্বাদ অনুভব করি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন