তীর্থঙ্কর সুমিত * দু’টি কবিতা
ভালোবাসার দেবালোকে
স্তম্ভের ওপর আরো কতগুলো স্তম্ভ দাঁড়িয়ে আছে
দারুন অনিচ্ছায় একটা বটগাছ দুলছে
হাওয়ার সঙ্গে সঙ্গে
নিঃসর্গ ও মানুষ অঙ্কনচিত্রে ক্রমশ বদলে যায়
অক্ষম শিলালিপি ক্লান্ত হয় পথে পথে
ধারাবাহিকতার পরিবর্তন সূচিত হয়
আঁকার সাদা পাতায়
দীর্ঘদিন পরে আরো কত নীরবতা ভেঙে
নিজেকে অটুট রেখেছি 'কবিতা' র কাছে
এইভাবে একদিন পৌঁছে দেবো অনিচ্ছার মানবজন্ম
ভালোবাসার দেবালোকে।
সূচনা
ইচ্ছের ছুটি হয়েছে বহুবছর আগে
মানস সরোবরে ফেলে আসা ঐকান্তিক ইচ্ছে
সময় পাল্টে গেলে মুখের বিবর্তন ঘটে
অসহায় ঝিনুক খোলস ছেড়ে...
আত্মতৃপ্ত পথে এক দারুন অনুরণন
কলিং বেলে পাখির ডাক
ছন্দেলা সুরে গেয়ে ওঠে নদী
জলের বিবর্ণ ইতিহাস পথ চেয়ে বসে থাকে
মুক্তির আত্মশুদ্ধিতে
তাই প্রাচীন দেওয়ালের গায়ে
এখনো কত পতঙ্গ ইতিহাসের সূচনা করে।
*********************************************************************************************
১৯৮৯ সালে ১৭ ই মে হুগলী জেলার মানকুন্ডু ব্রাহ্মণ পাড়ায় জন্ম গ্রহণ করেন।ছোটবেলা থেকে লেখালিখির সাথে যুক্ত ।মূলত কবিতা লেখেন।প্রথম কবিতা প্রকাশ পায় স্কুল ম্যাগাজিনে স্বাধীনতা সংক্রান্ত লেখা।বহু পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।প্রথম কাব্যগ্রন্থ পুতুলের সংজ্ঞা, দ্বিতীয় কাব্যগ্রন্থ কথাকলি,তৃতীয় কাব্যগ্রন্থ অক্ষরে অক্ষরে রাতের গল্প, চতুর্থ কাব্য গ্রন্থ বিন্দু,পঞ্চম কাব্যগ্রন্থ অভিসারে তুমি, ষষ্ট কাব্যগ্রন্থ 28 শে লিমেরিক। অক্ষর মালা ও মুহুয়া কথা প্রকাশের পথে।নিজ সম্পাদিত পত্রিকার নাম "আহোরী" নতুনদের নিয়ে এগিয়ে চলাই তার পত্রিকার মূলমন্ত্র।হাইকু প্রভাকর,কাব্য সুধাকর ,পরমাণু কাব্য সারথি, শরৎ সম্মাননা, শরৎ স্মৃতি পুরস্কার, বাঘাযতীন সম্মাননা, পারিজাত সাহিত্য গৌরব, কাব্যকনিকা রত্ন,পারিজাত সাহিত্য ভূষণ, কাব্য ভাস্কর, স্বাধীন কলম সেনানী ইত্যাদি উপাধিতে ভূষিত।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন