দেবার্ঘ সেন * দু’টি কবিতা
পরিবর্তে
লম্ববৃত্তাকার ঊরু এবং পরবর্তী ঊর্ধ্বে
উল্টোনো সমদ্বিবাহু ত্রিভুজ
যেভাবে তছনছ করলো জ্যামিতি
আমি তার অগ্নি নির্বাপকে অসংখ্য নাভি এঁকে
তোমার কাছে ভিক্ষে করলে যাপন
তুমি আমার বুকে হাত রেখেছো নরম
তারপর আলাদা হয়েছে পোস্টমডার্ণিজম
আমি তোমার করতলে, গোলাপের পরিবর্তে—
বকফুল রেখে, অগ্নিস্নানে মেতেছি
এবার আমরা ভাড়াবাড়ি ছেড়ে যাবো
পাল্লা খুলবো নতুন জ্যামিতি-বক্সের
জাতক
মোটা টাকার জীবনবীমা, আর্থিক স্বচ্ছলতা, ব্র্যান্ডেড চাল, সাজানো গোছানো একটা ফ্ল্যাট, কমবেশি দু 'একটা মেডিক্লেম। মোটের ওপর সমস্ত সুরক্ষা সেলাই করে নিয়ে, আফটার রিটায়ারমেন্ট এইবার তিনি ভাবলেন একটু কবিতা লেখা যাক, লেখা যাক মানুষের কথা, মানুষের সংকট...
****************************************************************************************************
এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। বিষয় ভাবনার নানাবিধ বৈচিত্র ছুঁয়ে থাকে তাঁর কবিতা। স্বকাল ও স্বদেশ ভাবনা তার মধ্যে অন্যতম । দেবার্ঘ সেন-এরকবিতার বই---) সমান্তরাল, দিগন্ত প্রকাশন ২) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন ৩) কাজল বাঁশী, বার্তা প্রকাশন ৪) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন ৫) স্পর্শ নামক জেলখানা, একটি গীর্বাণ প্রকাশনা ৬) ভাতের জন্ম, সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা । সম্প্রতি প্রকাশিত দেবার্ঘর দুটি কবিতার বই-- বাড়ির প্রতিটি সিঁড়িতে জল এবং ছাইজন্ম, আয়না পৃথিবী







দুটো কবিতা যেন দ্বৈরথ সমরে নেমেছে। কে জিতবে। 🙏🙏❤️ অসাধারণ। অতুলনীয়।
উত্তরমুছুন