রবিবার, ১৫ জুন, ২০২৫

স্বপন নাথ





দু’টি কবিতা * স্বপন নাথ




মেষবৃত্তি


যতই মানুষ হচ্ছে শিক্ষিত
যৌক্তিক বিন্যাস ছেড়ে ধর্মতন্ত্রে প্রীত।

ধর্মতন্ত্রের প্রত্নতত্ত্বে এক এক প্রতিবেশ
এক এক রূপের বাহ্য সীমায় বোনক সাগর ভেদ।

যদিও একের বিপ্রতীপে শ্রদ্ধা প্রত্যয়
পরস্পরের সহিষ্ণুতা থাকবেও নিশ্চয় ? 

কিন্তু তা নয় , প্রাচীরনিষ্ঠা ; নিজস্ব মন গড়া
দাসত্বে মন হীরে লুকোয় , পূর্বাহ্নেই মড়া।

মনুষ্যত্বে হোঁচট লাগে , হাঁটুরে মৃতখুলি
মানুষ পরিচয় গৌণ , জাতক যে বুলবুলি।

কোন ধর্মের আয়াত পেরোয় , সৎকারে কোন তীর?
সাম্য আনবে মানবতা ? কার ঘাড়ে কটা শির !

আমির সঙ্গে পাল্লা দিয়ে আমরা লঘুগুরু
জাতিতত্ত্বের দড়ি খেলায় বাঁকাচ্ছি দ্বেষ ভুরু।

অধিকারের উজ্জীবনে ধর্ম এখন রেস
প্রতিদিনের অভ্যাসে সই লিখছি বৃত্তি মেষ- - -


















সম্মেলন


তোমার নামে দাগ খতিয়ান
কনভারশান মিউটেশন

আমিই শুধু হৃদয়হরণ
স্বত্ববিহীন ক্ষেত খামারে ঘর বানিয়ে যেতে চেয়েছিলাম।

বাস্তুহারা গানে গানে গোলায় ভরে ধান।

একটা ঘর আমার হলে
অন্য ঘরটি তোমার ---- সখ্য পরিযান ।

প্রভু প্রজার সম্পর্ক নয়
আয়ুশী ভাবনার ।

অন্ধকার কালসিটে দাগ চর্মচর্বি ছিটোয়নি আবহাওয়ায়

এখন যখন পেরেক ঠোকো তুমি
বুঝতে পারি ছেড়ে যাওয়ার ভয়

মিনার থেকে ঝলক হেমলক
সব চূর্ণ গুমোট উত্থান ।

কেবল একটা হো হো হো রব
অনাবশ্যক ধর্ম সম্মেলন - - - 






















*********************************************************************************************************



স্বপন নাথ 

পিতা : বলাই চন্দ্র দেবনাথ।মাতা:শ্রীমতি মায়া নাথ।গ্রাম-বেটিয়ারী, ডাকঘর- নলপুর,  থানা-সাঁকরাইল, জেলা- হাওড়া,পেশা- শিক্ষকতা ।
নেশা-লেখা , মূলত কবিতা ও প্রবন্ধ ।
প্রকাশিত কাব্যগ্রন্থ : আটটি। প্রথম প্রকাশ (2006)বাতুল বালিয়াড়ি। পর্যায়ক্রমে মৃত্যুজপ শীলিত পরিক্রমা, চন্দ্র হলো না,সেই হরিণী যেই হরিণী, দ্বীপজন্ম, আয়াত পেরনো জল, গ্রহণ,   প্রভৃতি । সবকটিই শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের তদারকিতে প্রকাশিত । প্রকাশিতব্য "ছিপ ধরা প্রহর "2022কোলকাতা বইমেলা ।
"আয়াত পেরনো জল" কাব্যগ্রন্থটি 2020 অন্নদাশঙ্কর রায় স্মৃতি পুরস্কারে মনোনিত হয়েছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক আবৃত্তি বিভাকর সম্মানে ভূষিত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন