রবিবার, ১৫ জুন, ২০২৫

মালা ঘোষ মিত্র

 



মালা ঘোষ মিত্র * দু’টি কবিতা









সুতীব্র 


ছেঁড়া মেঘ আকাশে

জলে মেঘের ছায়া পড়েছে

কখনোবা ফুঁড়ে বেরচ্ছে

আবার কখনো আড়াল হচ্ছে সূর্য। 

রোদের প্রস্ফুটিত আলিঙ্গনে

ধরা দিয়ে দিগন্তের সুতীব্র নীল আকাশ। 

হেসে পার  করি দুঃসহ সময়গুলোকে

দক্ষিণের জানালাটা

প্রায় বন্ধ করতে ভুলে যাই

তাই মাধবীলতা, জুঁই একরাশ

সৌরভ নিয়ে অন্ধকার ছুঁয়ে থাকে। 

পার্থিব জোছ্না

অকারণে বৃষ্টি হয়ে ম্লান করায়। 

অনন্ত জীবনে উষ্ণতা আসে, 

সাহসী স্বপ্নেরা  অজান্তে নিঃস্ব ডাকে।। 













নজর 


সমুদ্রের জলে ধাক্কা খেয়ে

ছোট ছোট পাথর গুলো হারিয়ে যাচ্ছে

জীবন্ত শঙ্খ পড়ে আছে, 

লম্বা চুল মেলে জিন্স পরে যাচ্ছে মেয়েটি, 

ওর দীঘল চোখ আমাকে টানে, 

তাকিয়ে দেখি, নামটা কিছুতেই মনে পড়ে না, 

রবিবারে একগাদা খবরের কাগজ 

আবার কারো লুচি- আলুর দম, খাসির মাংস

অদ্ভুত লাগে, লোকের ভালো দেখতে পাওয়া, 

লোকের সংখ্যা কমে যাচ্ছে। 

বিস্ময় নিয়ে কেবল নজর রাখা, 

পরে বদনাম,  মানসিক অসুস্থতা

যদি আস্তাবলে যাও

ঘোড়াগুলো মাটিতে খুর ঠুকছে

গিঁটবাঁধা অন্ধকার।। 













**************************************************************************************************



মালা ঘোষ মিত্র


 কোড়ার বাগান বনগ্রাম, উওর ২৪ পরগণা
থেকে লিখছেন 
পিতা- কালীপদ ঘোষ  মাতা- মায়া রাণী ঘোষ।
জন্মস্থান--বনগ্রাম।
শিক্ষাগত যোগ্যতা----- বাংলায় অনার্স, এম.এ,
বি. এড (কলকাতা বিশ্ববিদ্যালয়)
দেশে বিদেশে প্রচুর লেখা
প্রকাশিত হয়েছে,
নিজ কবিতা লিখতে, কবিতা পড়তে ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন