শনিবার, ১৪ জুন, ২০২৫

বিরথ চন্দ্র মণ্ডল




বিরথ চন্দ্র মণ্ডল * দু’টি কবিতা 


নিবেদন 


নিবেদনের আশ্চর্য এক নাম প্রেম ....

প্রাপ্তির তীব্র আকাঙ্খায়  হুড়মুড়িয়ে আসে ।

তার সীমানা লাগে না ।


সে এক শীতল বরফ  ,পুন্যতোয়া নদী ।

মেঠো পথে ঘাসের উপর এক বিন্দু জল ।

                     শুধু

নিবেদন ভঙ্গিমার ভাষা টুকু চাই ।











ভারত ঈশ্বর


এবার মৌনতা ভেঙেছো ঈশ্বর !


প্রায় একযুগ  নাগরিক আলো নেই

দিন দিন প্রতিহিংসায়  গুমোট  পাহাড় !


যারা অছিলায়  বিষ ধান রোপণ করে

যারা বেছে বেছে ধর্ম  খেয়ে নেয় !


হে সৌর্য  বীর, ! সাধারণ গ্ৰাম্য বাতি ঘর -

এবার সঠিক বদলা দেখে যাও ...!


সন্ধ্যার বাতি জ্বালাও ।

স্বর্গের আলো জ্বালাও স্বচ্ছ আকাশে।

এবার হাসো হে ঈশ্বর  ভারত

এই সাফল্য একান্ত তোমার ।













*********************************************************************************************



বিরথ চন্দ্র মন্ডল

দীর্ঘদিন সাহিত্যচর্চা করছেন ।
 আশাবরী সাহিত্য পত্রিকা (২৬ বছর)-র সম্পাদক। লিখছেন 
কাঁথি ,পূর্ব মেদিনীপুর থেকে। মূলত গল্প এবং কবিতা লেখার চেষ্টা করেন ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন