শনিবার, ১৪ জুন, ২০২৫

সুধাংশুরঞ্জন সাহা

 




সুধাংশুরঞ্জন সাহা * দু’টি কবিতা


দুঃখের কোলাজ


(এক)

দরিদ্র মাত্রই জানে খিদের প্রকৃত সংজ্ঞা।

মিথ্যের জৌলুসে সত্য আজ অনেকটাই ফ্যাকাসে,

কিন্তু মিথ্যের মতো লোপাট হয়ে যায় না কখনো সত্য,

বরং দুঃখের শাপলাফুল হয়ে পুকুরের জলে ফুটে থাকে।


(দুই)

সহৃদয় রজনীও আজ আতঙ্কের মুখোমুখি।

মহাশূন্যের অবসাদ দুঃখরজনী জুড়ে মুখর সন্যাস।

ছদ্মবেশী মেঘেরা রুমালে লুকোয় প্রেমের ইস্তেহার।


(তিন)

আঘাত ব্যতীত কোনো দুঃখবোধ জন্মায় না।

জীবন হলো বিস্তীর্ণ এক শস্যক্ষেত।

আমাদের সবার হৃদয়েই আছে এক দুঃখগাছ,

সেই দুঃখগাছ থেকেই জন্ম হয়

প্রিয় গান কিংবা কবিতার।

এইভাবেই অন্ধকারের বুক চিরে জ্বলে ওঠে আলো।


(চার)

পৃথিবীর যোনিপীঠে এখন বিভৎস ক্যানসার।

সমকামী পায়রার পাণ্ডুলিপি ঘিরে

অশ্বারোহীর অহংকার জোছনার মতোই বিস্তৃত।













জীবন


জীবন এক বহতা নদীর মতোই।

অবিরাম যেতে যেতে যেতেই থাকে,

আপনাআপনি আঁকা হয়ে যায় পথজোড়া চিত্রপট,

সে পথ শেষ হয়েও হয় না শেষ।


শুরু হয় পথ থেকে নতুন পথের,

এই পথেই ছড়িয়ে আছে প্রাণের পরশ,

যার প্রতিটি বাঁক রহস্যে ঘেরা।


জীবন তার নিজের মতো করে শিখে নেয় কত কিছু।

এ শিক্ষার কোনো শেষ নেই। অন্ত নেই।













******************************************************************************************************



সুধাংশুরঞ্জন সাহা

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৫৭। বেড়ে ওঠা পূর্ব কলকাতায়। ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক।আটের দশক থেকে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেই তার যাবতীয় পরিচিতি । কবিতা ছাড়াও গল্প, ছড়া, প্রবন্ধ এবং বিদেশি কবিতা অনুবাদ করতে ভালোবাসেন। সম্পাদনা করেন একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন 'অন্যসাম্পান' । প্রকাশিত কাব্যগ্রন্থ : ১৬, গল্পগ্রন্থ : ২, ছড়াগ্রন্থ : ২  উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে : অপহৃত রাত্রির চর্যাকথা * নিরুত্তর তারার স্বপ্ন * পূর্বাভাস * পাগল চাকা ঘুরছে অবিরাম * একা দুপুর * শ্রেষ্ঠ প্রেমের পদ্য * সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর * বেলুনের কোন জন্মদিন নেই * নির্বাচিত কবিতা ১০০  ইত্যাদি। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন