সাধন চৌধুরী * দু’টি কবিতা
নখ ক্ষয়ে গেছে তারও
মুছে যায় বর্ণাঢ্য শর্তের দাগ, অঙ্গীকার–
সম্মতিসূচক মাথা নাড়া,তবুও
পরম্পরা দৃশ্যেই জাগে
প্রেম যায়। সম্পন্ন হয়ে গেলে–
ঠোঁটে শুধু উদযাপন লেখা
তারপর ক্ষুণ্ণ ক্ষুণ্ণ, বেকসুর
শরীরের আধি
মানসিক শুশ্রূষা'র মতো–
চিকের আড়ালে, পরকীয়া
নখ ক্ষয়ে গেছে তারও–
অবনত ছায়া
কালোচিত বয়োধর্মে মিথ ভেঙে যায়–
তবু, সন্ধি প্রস্তাবের মতো অবনত ছায়া
মনে পড়ে তার মুখ চৈত্রে'র রোদ্দুরে
পাথরে পাদপে সিক্ত প্রত্ন ফসিল–
ছায়ামূল খুঁজে দেখি, পূর্বসূত্র তার
মায়েদের চোখে লেখা, পার্থিব প্রাচীন।
*******************************************************************
মূল নাম,সাধন চৌধুরী, বাড়ি, আসানসোল, করুণাময়ী হাউসিং,প্লট_২৩,পোঃঅঃ,রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সরনি,পশ্চিম বর্ধমান। অবসরপ্রাপ্ত কলেজ টিচার। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর, বিশ্বভারতী। প্রকাশিত কোনো কবিতার বই নেই।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন