শনিবার, ১৪ জুন, ২০২৫

প্রবীর কোনার

 



প্রবীর কোনার * দু’টি কবিতা 



আগুন পঙক্তি


যদি বলো,আরও দূরে আরও দূরে   আমি যাব চলে

শূন্য হাওয়ার সাথে খেলে যাব সারাদিন খেলা;

মনেতে যা কথা আছে তার কাছে সব দেব খুলে

তুমি বলো,এটা ছাড়া কার নাম তবে অবহেলা? 


যদি দেখি পথ ফাঁকা আমি আর আমার যাপন

যদি দেখি হাওয়া একা ফাঁক তালে শুনে নেয় সব;

এতদিন যা বলেছি বিনিময়ে শুনি গর্জন

আমি তার পেট চিরে ছিঁড়ে দেব স্মৃতি অবয়ব।


আজই বলতে যদি, এইতো এসেছি আমি ফিরে 

এবার গ্রহণ করো ভুলে যেও মূঢ নীরবতা ;

বিদীর্ণ করেছি বক্ষ, এই দ্যাখো খুলছি ধীরে ধীরে 

আজ আমি জেনে গেছি কী আগুন জ্বালে কবিতা ।













অন্ত্যমিল


আজ সারাদিন ঘুরে ঘুরে দেখি শেষে 

ঝরা পাতা দিয়ে সাজিয়েছ নৈবেদ্য; 

ভালোবাসা নাকি কোনও বিদ্বেষে 

আকাশের কোলে অন্ত্যমিলের পদ্য ।


দোখনো হাওয়ার শিশু মেঘ জুড়ে জুড়ে 

মনে হল কোনও সুনিপূণ আয়োজন; 

কিছুটা শ্লেষ তাচ্ছিল্যের সুরে 

তুমি যে আসছ জেনেছি বিলক্ষণ ।

এখন বোশেখ কয়মাস পরে যদি 

শুকনো নদীর চরাচরে দেখা হয়;

মেঘ মেঘ ডাকে পুরো ভরে যাবে নদী 

তুমিও ভাববে এই বুঝি সুসময়।












*********************************************************************



 প্রবীর কোনার 

জন্ম পূর্ব বর্ধমান জেলার রায়না থানার রামবাটী গ্রামে । পেশায় শিক্ষক । সাহিত্য তার কাছে অবসরের শুশ্রূষা ,তার নিকটতম উপশম  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন