শনিবার, ১৪ জুন, ২০২৫

অপর্ণা দেওঘরিয়া




অপর্ণা দেওঘরিয়া * দুটি কবিতা 


আমার প্রেমিক পুরুষ 


যে মানুষটি আমার অতলস্পর্শী  সুখ প্রেম অনির্বচনীয়  সুর 

আশ্রয়, 

যে মানুষটি কে দেখে 

প্রতিদিন সূর্যোদয় হয়,

যাকে প্রাণপন সত্যের নামাবলীর ঝড়ে

সঁপে দিই মন প্রাণ অগোছালো সংসারে,

খেয়ালী বীণায় যার  গানে ফিরে পাই সুখ,

তিনি আমার  রবীন্দ্রনাথ 

উথাল-পাতাল রৌদ্র লতা 

গর্বে ভরে বুক।


নিঃস্ব রিক্ত মনে যখন খুঁজি সংগোপনে

ফুল কোরকের দোলায়

ভাসি কোপাই ভুবন ডাঙায়, 

তার ছোঁয়াতেই হৃদয়  নাচে, 

অভিমানীর এক তারায়,


আর্ত হাতে তাকেই খুঁজি 

সাজায় সযতনে মুগ্ধ প্রেমের আগুন খেলায়,


মাতাল প্রেমে ঢেউ খেলে যাই

আমার আঙিনায়, 

তিনি আমার প্রেমিক পুরুষ 

একান্ত  মুক্তিপ্রেমের ঈশ্বর,  জীবন যাপন

তিনি আমার রবীন্দ্রনাথ আমার আপন।











মেয়েটি


শিকারী পুরুষের কি আর

রোমাঞ্চ রমনীর ভান্ডার শেষ হয়,

নিরাময় দৌড়ে মুগ্ধতায়, প্রতারণায়

দ্বেষ রোষ হিংসার সাধ বদলে

দিলদরিয়ার আগুনে পুড়ে কত

রমলামাসির মন প্রাণ।

হে তথাগত এস সত্য  শিবম সুন্দরের আরাধনায়।

হিসেব মত যে যার সাম্রাজ্য বিস্তার গড়ে তোলে, 

পথ চলা জীবন, পরিবর্তনের তৃষ্ণায়। 

সব পথ কি বন্ধ হতে পারে

সহজ সরল সংসারে।

বিশ্বাসের পতনে কত বিষময়

হিসেবের ক্যালকুলেশন,

তবুও মেয়েটি ছুটে যন্ত্রণাময়  স্রোতে

জীবন দৌড়ের মৌতাতে।













************************************************************************




অপর্না দেওঘরিয়া


জন্ম - পুরুলিয়া  জেলার  রঘুনাথপুরে,পেশায়  শিক্ষিকা। 
বর্তমানে আসানসোলের স্থায়ী বাসিন্দা।

কবিতা গল্প প্রবন্ধ ছড়া নিয়মিত লেখেন,
দেশ, কৃত্তিবাস নন্দন, বিভিন্ন বানিজ্যক অবানিজ্যিক  পত্র পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয়ে থাকে।
তার লেখা কবিতা অসংখ্য আবৃত্তি  সংকলনে প্রকাশিত  হয়েছে,
তাছাড়া বাচিক শিল্পী,  দীর্ঘ ত্রিরিশ বছরের বেশি সময় ধরে বিভিন্ন পত্র পত্রিকায় লিখে আসছেন। 
তার কাব্যগ্রন্থ  জেগে আছো কবিতায়,যৌথ
আলো জ্বেলে বসে আছি যৌথ
হৃদয় বাঁধা জল কুমারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন