রবিবার, ১৫ জুন, ২০২৫

বাবলু সরকার





বাবলু সরকার * তিনটি কবিতা 


অপঘাত


অপঘাতে মরছি আমি 

ধরো তুমি তাকে যাদুবলে

তোমার না বলা দুঃখের কাছে 

কান পেতে নিলে 

আমার মুঠোয় এখন 

প্রাচীন ঘরের মতো সময় 

ছটফট করছে পিছলে যাচ্ছে

মাঠে ঘাটে সড়কে শুয়ে পড়ছে 

তাহলে আমি কি তোমায় উড়িয়ে দেব

আমার রক্তাক্ত শরীর ট্রাকের তলায় 

আর তুমি শুনে যাচ্ছো আমার সেই মৃত্যুধ্বনি



বোধহয় দুঃখ পেল খুব 

পাওয়ারই কথা 

যেখানে মরিচীকার মৃদু প্রেম নিয়ে 


লুকিয়ে রাখে তার তপ্ত বালিতে রসাভাস 

আর ও রাত জেগে কত পৃষ্ঠা পৃষ্ঠা অশ্রু এঁকে...

না, ভালোবেসেছে বলেই না এতো জ্বালা 

ভালোবেসেছি বলেই না প্রতিটি কবিতায় 

প্রতিটি অপঘাতে তোমায় নিন্দেমন্দ আর

গালাগাল দিয়ে এতো সুখ পাই



আমার সময় মোটামুটি হারিয়ে গেছে  

কোথাও শব্দ নেই রক্ত নেই বাদ্যযন্ত্র বেই

শুধু বাতাসে ভেসে আসছে রঙের আওয়াজ 

আমার শরীরের ভেতর ওর মাংস সিদ্ধ হচ্ছে

আমার তাপ ওর তাপ সব লেখার টেবিলে আর

টেবিলের আশেপাশে ওর পুরনো বান্ধবীদের মতো 

কয়েকটা আরশোলা ঘুরছিল 

আমার সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই

আমি শুধু ফুটছি টগবগ করে তাকে 

অপঘাতে খাবো বলে 












********************************************************************



বাবলু সরকার 

 বাবলু সরকার বাদকুল্লা সুরভিস্থান নদীয়া থেকে লিখছেন। পেশায়  প্রাইভেট টিউটর ও এল আই সি কর্মী।  নয়ের দশক থেকে লেখা শুরু হলেও দুই হাজার থেকে পাকাপাকি ভাবে লেখা শুরু। সম্পাদিত পত্রিকা "সম্ভব "। মূলত লিটল ম্যাগাজিনের প্রতিই আগ্রহ। কাব্যগ্রন্থ নেই। লেখা পাঠানোয় ভীষণ অনীহা। এই অনীহার কারণেই হয়তো কাব্যগ্রন্থ হয়নি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন