রবিবার, ১৫ জুন, ২০২৫

সন্দীপ ঘোষ





সন্দীপ ঘোষ * দু’টি কবিতা


কবিতার পৃথিবী কবিতার বাগান


যদি ভালোবেসে থাকো-- কবিতার পৃথিবী সচল হবে

যদি মনের মাঝে বিষাদের সুর বাজে 

শব্দগুলো আঁকাবাঁকা পথে কিম্বা আকাশে বিলীন হবে। 

যদি ভালোবেসে থাকো--দেখতে পাবে কবিতার বাগান 

পবিত্র এক ক্ষেত্র কবিতার বাগান, তীর্থস্থানের  মতো। 

ভালোবাসা প্রাণবন্ত হয়ে উঠবে খাতার পাতায়। 

শব্দগুলো প্রজাপতির মতো উড়তে উড়তে

ফুল থেকে ফুলে ফুলের মধু খেয়ে তোমার দেহের 

চারপাশে ঘুরতে ঘুরতে শক্তিশালী করবে তোমার মাথাকে। 

সবুজ গালিচায় বসে উপভোগ করবে কবিতার পৃথিবীর 

সৌন্দর্য। 

অনুভূতিরা তোমার সামনে দাঁড়াবে বাক্যে সজ্জিত হয়ে। 

ভক্তির আবেশে, আবাস্থল কবিতার পৃথিবী কবিতার বাগান। 




                                        







নতুন সকালের অভ্যর্থনা


নতুন সকালের অভ্যর্থনায় খেতে হয় পুরনোর খোঁচা, 

অতীত ইতিহাসের দগদগে ক্ষত যায়নি যে মোছা।  


পাতা উল্টে যদি ফিরে যাই সেই পুরনো দিনের সকালে, 

ক্ষত রেখে যাওয়া কত কথার জন্ম হয়েছে অকালে। 


 ভালোবাসার নিত্যলীলায় 'ঠিক' হার মেনেছে 'ভুলের' কাছে, 

শাশ্বত মুলধন লভে, অপার শক্তি কার অন্তরে নিহিত আছে? 


হৃদয় থেকে জন্ম দিলে ঝলমলে রবে নীল আকাশ, 

প্রেমজ শক্তি জ্বালবে আলো থাকবে সাথে বারোমাস। 


ভেঙে যাওয়া প্রতিটা সকাল, প্রতিটা সময় হারায় প্রতিভাস, 

তাই স্মৃতির স্মরণী বেয়ে আসে মন্দলাগা অতৃপ্ত ইতিহাস। 


দেখি হয়নি তাদের নতুন সকাল  আসেনি কোনো ভোর, 

ভক্তি ভালোবাসার বিরহ বেদনার কাটেনি আজও ঘোর। 




                        







***********************************************************************************************



     সন্দীপ ঘোষ


জন্ম-06/01/1975, তালডাংরা, বাঁকুড়া থেকে লিখছেন।  বানিজ্যে স্নাতক । ছাত্র বয়স থেকেই লেখার নেশা। তবে, প্রকৃত লেখালেখি শুরু বিভিন্ন দৈনিক সংবাদ পত্রের পাঠকের কলম বিভাগে । রেডিও -টিভিতে চিঠি পাঠানোর অদম্য নেশা । জীবনের টানাপোড়েনে সাময়িক বিরতি । 2016'সালে দৈনিক যুগশঙ্খ পত্রিকায় পাঠকের কলম বিভাগে আবার লেখা শুরু। প্রথম গল্প প্রকাশ পায় বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে প্রকাশিত ছোটদের জন্য 'সেতু জুনিয়ার 4 ' গল্প সংকলনে, গল্পের নাম 'পাঁচু দাদুর বাগান'। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় গল্প-কবিতা- প্রবন্ধ প্রকাশ। ভালো বাসেন নিজের লেখা গানে সুর করতে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন