রবিবার, ১৫ জুন, ২০২৫

আবদুস সালাম






আবদুস সালাম * দুটি কবিতা


ফাটল


সময়ের সারণী বেয়ে নেমে আসছে অন্ধকার 
নেমে আসছে পীড়ন 
ইতিহাসের পৃষ্ঠায়  আঁকা আছে পরাজয়ের চিত্রনাট্য
সংবিধান মেনে বদল  হয় ষড়যন্ত্রের সংলাপ 

বিজাতীয় সুখের উপলব্ধি নিয়ে ঘুমিয়ে গেছে হৃদয় 
প্রাচীন শাসন চুপটি মেরে আছে 
দিকে দিকে এগিয়ে আসে অবয়ব হীন ছায়া 
ধীরে ধীরে বড়ো হচ্ছে স্বপ্ন বিচ্যুতির ফাটল

শূন্যের জরায়ু ছিঁড়ে বেরিয়ে আসছে রক্তক্ষয়ী সংঘর্ষের হেঁয়ালি ভাষা 
তন্নতন্ন করে খুঁজেছি মেদবহুল দখলীয় উপত্যকা 
কফিনের গায়ে আঁকা সংখ্যালঘু নিরাপত্তার দখলীয় ভাষা  
ইতিহাসের রমণী সেলাই করছে আত্মহত্যার কোলাহল  
সময় যাপনের স্পন্দন এঁকে দিচ্ছে মহাকাল  

মৌনী শূন্যতা নিয়ে হেঁটে চলেছি মৃতব্যক্তির ছায়ায় 
শয়তানের ছায়ায় শীতল হচ্ছে
 সংখ্যালঘুদের ঘাম
আর শয়তানের ছায়ায় খুঁজি ঋতুমতী বিলের বিনিদ্র উষ্ণতা 

অনুভূতির পাখিগুলো মনুষ্য হত্যার তসবিহ গোনে 
শুকিয়ে যায় নিয়ম হীন একাকীত্বের অপরিচিত পক্ষপাতিত্ব 

উন্মত্ত জনতার শ্লোগানে  দেশের আত্মা খাঁচা ছাড়া হয়
আমরা চেয়ে থাকি












মুখোশ

নীরব স্রোতে ঢাকা পড়ছে আমাদের অস্তিত্ব, আমাদের ইতিহাস
মুখোশ পড়ে নিয়েছি; অতএব
ত্রিকাল দর্শনের কথা বলতে দ্বিধা নেই

ক্ষুধার তাড়নায় চোখে সর্ষেফুল দেখি
সময়ের চোখে আমরা সব খ‍্যাপা বাউল
নীরব আস্ফালন গুলো পড়ে  আছে সন্ত্রাসের পাড়ায়

এখন গৃহবন্দিই ভরসা
পাওনাদার , বাড়ি ভাড়া, কাজের মাসী সব উৎপাত বন্ধ
পায়ের নীচে মাটি নাই
কাজকর্ম উঠেছে শিকেয়
বেগবান নদীর  বুকে এখন   চড়া

মন্দির- মসজিদ  সব বন্ধ
সাধুর দল ব‍্যস্ত গোমূত্র বিতরণে
মৌলভী ব‍্যস্ত ঝাড়ফুঁক নিয়ে
নারী স্রোতে ভিজে যায় কোলাহল
ভারি হয়ে আসে সংসার

ভরসা কখন যে  বরষা হয়ে গেছে কে জানে













**********************************************************************************************




আবদুস সালাম


জন্ম ১৭ই জানুয়ারি ১৯৫৭ সালে  বীরভূম জেলার খলিলপুর গ্রামে মাতুলালয়ে | ছোট থেকেই প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে জীবন সংগ্রাম চালিয়ে গেছেন| কিন্তু কঠিন বাস্তবতা তার হৃদয়ে মননে কোনভাবেই বাসা বাঁধেনি | মননে  সবসময়ই ভালোবাসার অনুরণন ঢেউ খেলে চলেছে| সকল মানুষকেই ভালোবাসাই কবির ধর্ম| সেই ভালোবাসাকে কবিতার  মাধ্যমে প্রকাশ করে চলেছেন | প্রথম কবিতা প্রকাশিত হয় কলেজ ম্যাগাজিনে | কবিতার জগত  চারণভূমি হলেও ছোটো গল্প ও প্রবন্ধ লেখাতেও সিদ্ধহস্ত|
প্রকাশিত গ্রন্থ:- নিস্তব্ধতা এসে কথা কয় ২০১৮, হলুদ পাতার মতো মৃত্যু ঝরে২০১৯, অলীক রঙের বিশ্বাস২০২০

যৌথ কাব্যগ্রন্থ,_মেঘের রং শীত ১,২, শব্দ ঘুড়ির আকাশ| বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক|


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন