রবিবার, ১৫ জুন, ২০২৫

জীবন সরখেল

 



জীবন সরখেল * দু’টি কবিতা


দ্ব্যণুক

 

অবরুদ্ধ সময় ফোঁটা ফোঁটা হয়ে ঝরে পড়ে বাষ্পাকুল বিশীর্ণ 

জীবনের পেয়ালায়...

অধিকার দীর্ণ নানা দাবি রক্ষণশীল মাকড়সার স্বার্থজালের 

আঠায় যেন বারেবারে জড়িয়ে যায়!

গাঢ় রাত তবুও কেবল ভোরের প্রতীক্ষা করে।

আজ আবারও ঘনপিনব্ধ মেঘেদের সারি সৃষ্টির অমোঘ সুরেই 

গেয়ে উঠবে সেই অমলিন গান...

অবিশ্বাসের দমবন্ধ বাতাস এড়িয়ে সোঁদা মাটির গন্ধের সাথে 

মিশে যাবে শুভ্র বেলি-লিলির সুবাস...

হাতে হাত রেখে কনে দেখা আলোয় তারুণ্য শক্তি আবারও 

বুনবে আগামীর চিরসমৃদ্ধ স্বপ্ন.... 











সৌভিক

 

প্রজাপতির সৌভগ ডানায় হৃদয়ের আকুতিতে মরা নদীরও 

ঠিক দুকূল ছাপিয়ে যায়...

ষড়ৈশ্বর্য্যহীন বিবিক্ত আধিপত্যবাদীরা তবু কেবল কৌশলেই 

আজও বিধাতার সোসর হয়ে উঠতে চান!

হঠকারী স্খলন এড়িয়ে যাওয়ার শিক্ষা যদিও ছড়িয়ে আছে 

নিসর্গ-প্রকৃতির পরতে পরতে;

আজও ফুলে-ফলে সাজাতে পারলে কবিতার বাগান খুব 

সহজেই কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে সারি সারি মৌমাছি 

আর প্রজাপতি....













****************************************************************




জীবন সরখেল

১৯৮০খৃষ্টাব্দের ২৪শে অক্টোবরে জন্ম। পেশায় স্কুল শিক্ষক হলেও, কবিতা লেখা নেশা। দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন । উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল "বিবেকদানি" ও "পরিণতি"।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন