শনিবার, ১৪ জুন, ২০২৫

সম্পাদকীয়

 



স্বরবর্ণ * ২৪ 

পঞ্চম বর্ষ * দ্বিতীয় সংখ্যা 

১৫ জুন ২০২৫ * ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ 



বিগত দু’মাসে ভয়ঙ্কর দু’টি ঘটনার সাক্ষী হয়ে থাকল দেশ তথা সমগ্র জাতি। একটি পহেলগাঁও হত্যাকাণ্ড- যেখানে নির্বিচারে পাকিস্তান মদতপুষ্ট নৃশংস জঙ্গি আক্রমণে ছাব্বিশটি নিরীহ নিরপরাধ প্রাণ হারাতে হল আমাদের। এবং যার জেরে অনিবার্য হয়ে উঠল ‘অপারেশন সিঁদুর’। চার দিনের ভারত-পাক সংঘর্ষ। এই সংঘর্ষে কী লাভ হল? প্রতিবেশী রাষ্ট্রটি কি আদৌ কোনো শিক্ষা গ্রহণ করল? এসব প্রশ্নের উত্তর অবশ্য অমীমাংসিত। তবে শিক্ষা গ্রহণ করুক না করুক, তারা অন্তত এটা উপলব্ধি করতে পেরেছে যে, ভারত বারবার এইরকম সন্ত্রাসী আক্রমণ আর মুখ বুজে সহ্য করবে না। এর আগেও তারা পুলওমায়, কারগিলে, মুম্বাইয়ে এমন বর্বরতার পরিচয় দিয়েছে। উদাহরণ অজস্র। অসংখ্য। ভারত বরাবরই শান্তির পক্ষে, যুদ্ধ বা সংঘর্ষের বিপরীতে বলে এসেছে। কিন্তু প্রতিবেশী দেশটি তা কখনোই কর্ণপাত করেনি। ভারতের সহনশীলতাকে দুর্বলতা ভেবেছে। সন্ত্রাসে মদত যুগিয়ে আসছে স্বাধীনতার পর থেকে আজ অবধি। জিইয়ে রেখেছে কাশ্মীরের জনজীবনে সন্ত্রাসী আতঙ্ক। কাজেই এই প্রত্যাঘাত জরুরী ছিল।

       
আরেকটি ঘটনা যা আমাদের বিস্ময়ে হতবাক করে দিয়েছে, তবে তাকে ঘটনা না বলে দুর্ঘটনা বলাই ভালো। গত বৃহস্পতিবার (২৮/০৬/২৫ )দুপুর দেড়টা নাগাদ গুজরাটের সরদার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মুহূর্ত পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার আমেদাবাদ-লন্ডন এআই ১৭১ ড্রিমলাইনার বিমানটি। এই দুর্ঘটনায় আমরা হারালাম তিন শতাধিক সহ নাগরিককে। একজন মাত্র যাত্রী অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন। ভেঙে পড়া বিমানের আঘাতে প্রাণ গিয়েছে নিকটবর্তী মেডিকেল কলেজ হস্টেলের বেশ কয়েকজন পড়ুয়া ও ডাক্তারের এবং কিছু সাধারণ মানুষের।

       কিন্তু কেন এই দুর্ঘটনা? এর কারণ কী? এসব প্রশ্নের উত্তর পেতে আমাদের মাসাধিককাল অপেক্ষা করতে হবে। আশার কথা, বিমানের ব্ল্যাক বক্স এবং ককপিট ভয়েস রেকর্ডার খুঁজে পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ে যা তদন্তকারীদের সাহায্য করবে।

     তদন্তে দুর্ঘটনার প্রকৃত যে -কারণ উঠে আসবে, তার সমাধানে সরকার তৎপর হবে, যাতে ভবিষ্যতে এইভাবে স্ব-স্ব কর্মক্ষেত্রে যাত্রা মানুষের অন্তিমযাত্রা না হয়।



**********************************************************************************************


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন