গোবিন্দ মোদক * দু’টি কবিতা
আলোক উৎসের কাছে যেতে যেতে
নিষ্প্রভ কোনও আলোক উৎসের
কাছে যেতে যেতে
আমি ঋতুমতী হয়ে পড়ি
তারপর ভোরের ক্লান্তি আর
না পাওয়ায় মর্মবেদনা।
তবু নজরুল বিষয়ক কবিতা লেখার
অসহায়তা আমাকে ঘুমাতে দেয় না।
অগত্যা ড্যাব ড্যাব চেয়ে থাকি
কালের মাস্তুলের দিকে।
মাফ!
সাতপুরুষ এবং দলিল-দস্তাবেজ
ছেঁড়া তমসুক এবং নিভন্ত প্রহর
অস্থিমজ্জা এবং নিরীহ রক্তপাত
শ্মশানযাত্রা এবং-অথবা হাড়কাটা গলি
বিলোল কটাক্ষ এবং বুক ধুকপুক
সোনার হরিণ এবং-অথবা শেয়ার বাজার
বউয়ের হাতের গয়না অথবা চড়থাপ্পড়
– এ সব কিছুর উর্ধে দোল খায়
নিটোল একটা বিলিতি নেশা
দুধে জল মিশানো অথবা জলে দুধ
ঐশ্বর্যের ছক্কাপাঞ্জা হাড়-হাভাতে গলি
সবকিছু মিলিয়ে রোদ্দুরে শুকাতে দেওয়া
একটা তাঁত শাড়ি আর রংচটা ব্লাউজ
আমার চোখ টানে
উঠোনের বেড়ার ধারে ন্যাংটো বাচ্চাকাচ্চা
মুরগি এবং-অথবা হাঁসেদের কোলাহল
আমি লোকটা কী যে চাই, তাই ঠিক জানি না
ইয়ে, মাফ করে দেবেন মাইরি!
প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ * গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি সম্মাননা: পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই সবচেয়ে বড় পুরস্কার।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন