শনিবার, ১৪ জুন, ২০২৫

জবা ভট্টাচার্য

 



জবা ভট্টাচার্য * দু’টি কবিতা 



পথ

এই শান্ত, নির্জন রাস্তা দিয়েই

কোনো এক ব্রাহ্ম মুহূর্তে

বাবাকে নিয়ে ফুলে সাজানো

গাড়িটা চলে গিয়েছিল। 


তখন আমি স্পষ্ট 

রাস্তাটার কান্না শুনেছিলাম 

মায়ের  হাহাকারের  মতো।


তারপর থেকে,

বাবার হারিয়ে যাওয়া পথ ধরে

মা আর আমি বারবার  হেঁটে গিয়েছি

রোদ ঝলমল, বৃষ্টি ধোয়া,  হাওয়াসচল

রাস্তা দেখার নেশায় বুঁদ হয়ে।

                     পাইনি

দিনমানেও, রাস্তাটা জুড়ে এক অদ্ভুত  আঁধার যাপন।














অমোঘ ডাক

আজও  অপেক্ষার রঙ বদলায়নি ছায়াগাছ

প্রত্যাশার পলি জমে

পাথর রাত থেকে ছায়াময় গদ্য অবধি

অতলপ্রয়াসী এক ঘোর---


তিস্তার চর কেন যে আজও ডাকে

হলুদ কুয়াশা আর অধোগামী রাতে !













**************************************************************************



জবা ভট্টাচার্য

জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবটুকুই  কলকাতায়। বিবাহ সূত্রে  উত্তরবঙ্গে আসা। ভালোবাসা থেকে লেখালিখি করা। এ পর্যন্ত  সাজি, মান্দাস,  বিবর্তন, সহ বহু ছোট বড়ো লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত  হয়েছে। নিজের  একটি কবিতা সংকলন  আছে "মাধুকরী  মন"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন