শনিবার, ১৪ জুন, ২০২৫

শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত

 





শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত * দু’টি কবিতা


কুহক মায়া


বন্ধ মুঠি থেকে ঝরে যায় অবিরাম
টের পাওয়ার আগেই পিচ্ছিল যৌথ পথ
অযাচিত শ্যাওলা থেকে ক্ষোভের দুর্গন্ধ ছড়ায় মস্তিষ্ক থেকে হৃদয় 
কোষে কোষে বারুদের ঘষা।
অবেলার ফাটলে উঁকি দেয় চারাগাছ
সম্পর্কের ঝুরো বালিতে কোনোদিনই স্নেহের স্পর্শ থাকে না
চারাগাছ নেতিয়ে যায় কুসুমরঙা আলোর অভাবে।
নিজের অস্তিত্ব এভাবেই গুঁড়ো করি প্রতিদিন
ভ্রান্তির অন্ধগলিতে ধাক্কা খাই -
ফিরে আসি না ফেরার প্রতিশ্রুতি জপতে জপতে।

দূরত্বের অভিকর্ষ কাটানো সহজ নয় বলেই
আজও কুহক মায়ায় আভূমি নত হয়ে থাকি।





















আভোগ
 

এভাবে ফোঁটায় ফোঁটায় দুঃখ গলে যেতে দিও না - 
বহুবার এই মন্ত্র উচ্চারণ করেছি তোমার সামনে
তার থেকে বরং শীতলপাটি বিছিয়ে নাও 
অসীম দারিদ্র্যের দুঃখ, পর্ণমোচীর দুঃখ, স্রোতস্বতীর পাড়ের চিকচিকে দুঃখ, ধানের খোসার ঝরে যাওয়া বুকের দুঃখ -
এই সমস্ত কিছু মুলতুবি রাখো।
মোটা লাল চালের ভাতে গর্ত করো
ফেনা ভাতের নিষ্পন্দতা জড়িয়ে থাক তোমার আঙুলে
জাগতিক সব দুঃখ গরসে গরসে নেমে যাক তোমার বুক থেকে
দেখে নাও আর দুঃখের কুচি পরে আছে কিনা চারপাশে!
সন্তুষ্ট না হলে উপুড় করে দাও অনৃত প্রতিশ্রুতির ফুল আর নাভিভূমে সিঞ্চিত যৌনতার অবাঞ্চিত বালি 
ঝুরঝুর করে ভেঙে যাক আগল দেওয়া প্রত্যাশা।

অবশেষে আলোহরতাল নৈঃশব্দ্য থেকে মুক্তি পাও তুমি 
বিমূর্ত আলোয় বৈবশ্বত তোমার মর্মন্তুদ ক্ষত থেকে প্রতিভাসিত হোক মঞ্জিম আভোগ।



**********************************************************************************



 শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত 


জন্ম এবং বেড়ে ওঠা কলকাতা শহরে। বিদ্যালয় : সেন্ট জন'স ডায়োসেশন গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল।
কলেজ : যোগমায়া দেবী কলেজ। ইংরেজি এবং বাংলা – দুই ভাষাতেই এই লেখিকার বই প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে লেখিকার বাংলা ভাষায় নয়টি বই প্রকাশিত হয়েছে : •সীমন্তিকা(কবিতা) •মন্তাজ ( গল্প)
•লাল ক্রাইস্যান্থেমামের ভোর (কবিতা) • উমা (উপন্যাস) • এবং ভালোবাসা ( কবিতা এবং ছোট গল্প)
•ভালো থাকার স্তব ( কবিতা) • কস্তুরী হ্রদের সিম্ফনি ( কবিতা) •ঋকগান উচ্চারিত হলে ( কবিতা)
•ঊনকোটি জন্মের অপেক্ষা ( কবিতা)

 লেখিকার ইংরেজি ভাষায় কবিতার বই EUNOIA ( 2022) পাঠকমহলে যথেষ্ট সাড়া ফেলেছে।
এই লেখিকার লেখা গল্প এবং কবিতা বহু পত্র - পত্রিকায় প্রকাশিত হয়েছে।
লেখিকা ইংরেজি যৌথ সংকলন "7 SINS" বইটির জন্য লেখিকা Kalam's Book of World Record (২০২০) সালে স্থান পেয়েছেন। এবং আরো একটি যৌথ সংকলন "Zodiac" বইটির জন্য সাতটি মহাদেশের ৩৫ লেখক/ লেখিকার সাথে PIMF WORLD RECORD (2023) - এ স্থান পেয়েছেন। "ঊনকোটি জন্মের অপেক্ষা" বইটির জন্য "অনিন্দ্য মুখার্জি স্মৃতি সম্মাননা" পেয়েছেন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন