শুভ্রকিশোর বিশ্বাস * দু’টি কবিতা
যে দু'হাত একতারা বাজিয়েছিল
যে পাখি বোনে বসন্ত গান মাথায়
যে ভ্রুণ আজও রক্তচক্ষু বুনছে-
পালকে তার ঝড়ের চিহ্ন সস্তা
প্রশ্নের দাবি গাইছে কোনো বন্দীশ।
এমন তো নয় আউল বাউল ঠুনকো
ইচ্ছে করেই হৃদয় রাখছে হাতটা।
ক্ষীণ হওয়া সেই আত্ম অভিমানী
দু'হাত পোড়ায় বাজিয়ে একতারা।
টেথিসকোপে দোষারোপের শব্দ -
জীবন শুধু ভুলের সঞ্জীবনী?
ঝড় ভেঙেছ সাঁতরাতে দূর পার্থিব -
অকস্মাতে এই গেঁথেছ দেওয়াল।
হৃদয়গ্রামের ছবি
কেউ জানে না সমস্ত দিন কিসের ছবি আঁকছি
ভালোবাসার মানুষ জানে হৃদয়গ্রামের কথা।
ব্যক্ত করা দ্বিরুক্তি সেই ঘরবাড়ি বা বাগান
আমার কাছে ঘোড়সওয়ারের ক্ষুরের নীরবতা।
এমন তো নয় ভুলে যাওয়া রাজ্য চোরাবালি
এমন তো নয় আধেক রাত্রি ঝড় খেয়েছে চেটে।
আমার জন্মকথার লিপি উল্লাস নিয়ে ওড়ে
পাঁজর খুলে আঁকছি নিজের রক্ত-হৃদয়-মেটে।
**************************************************************************
জন্ম ১৯৭৯ সালে ব্যারাকপুর। প্রথমিক স্কুলে সহশিক্ষক। ইতিপূর্বে দেশ পত্রিকায় গল্প ও প্রতিভাসে কবিতা প্রকাশিত হয়েছে।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন