শনিবার, ১৪ জুন, ২০২৫

কবিতা * শীলা দাশ





শীলা দাশ * দু’টি কবিতা


প্রাচীন স্থাপত্য


প্রাচীন স্থাপত্য শতবর্ষ আগে

                    সাবেকি বনেদী 

ঝনঝন শব্দ বাসনের অহংকার

কড়ি বরগার নিচে

বিশাল জানালা দরজা

দেয়ালের গায়ে পলেস্তারা

ছুঁলেই বেজে ওঠে শুন্যতার গান

কুলুঙ্গীতে বসে আছে অন্ধকার ঝড়

কত জন্ম কত মৃত্যু কত অভিশাপ 

ভাঙাচোরা কার্নিশে বসে আছে প্রেত কাক

কা - কা - কা করে কার কথা বলে?

দেখেছে কি গুমঘরে জ্বলে ওঠা কোন লাশ

সে সব বাঁকা চোরা বিবিধ বিবর্তন

টিক টিক টিক,টিকটিকি জানান দেয়

ভূত,ভবিষ্যত বর্তমান সবই আছে ঠিক

স্মৃতিগুলো ভেঙে ভেঙে উঠে আসে

ফ্রেম থেকে সরে সরে যায় পোট্রেটগুলো 

শুন্য কুহেলিকায়।












দরবারী রাত


চিত মাঝারে ঝিকমিকিয়ে ওঠে দরবারী রাত

ঝাঁপ তাল বাজে অনাঘ্রাত হৃদয়ে

বাজে করুণ গুঞ্জরী পঞ্চম

অন্তরীক্ষ ফুঁড়ে ঢুলু ঢুলু চাঁদ

নেমে এসে বলে ' সব ঝুট হ্যায় '

অভিমান ভেসে ওঠে চাঁদ মালায়

চুলের আঁধার থেকে ভেসে আসে

কুবো পাখির ডাক কুবডুব 

মলিন জ্যোৎস্নায় রমণীর সিঁথির মত আলপথে দেখা যায়

গর্ভবতী বাসমতি ধানের শীষ

আর যুবতী গম ক্ষেতে নক্ষত্রের ছায়া

হাওয়ারা হা হা হা করে বলে যায় মিথ্যে বেলপাতা সিঁদুরে 

আঁকা মানতের ফুল

মিছে সোহাগী চাঁদ রাত 

' সব ঝু ট হ্যায় ' ।













******************************************************************************************



 শীলা দাশ 

জন্ম ৪ জানুয়ারি ১৯৫২,বারাসাত
পিতৃভূমি বাংলাদেশ
শিক্ষা এম এ বাংলা কলকাতা বিশ্ববিদ্যালয়
অবসরপ্রাপ্ত রাজ্যসরকারি কর্মচারী
নিবাস বারাকপুর
পশ্চিমবাংলায় বিভিন্ন জেলাসহ কলকাতার
কিছু বিখ্যাত সাহিত্য পত্রিকাতে নানা কাব্যসংকলনে কবিতা প্রকাশিত হচ্ছে। 
প্রকাশিত কাব্যগ্রন্থ :
গাঢ় নীল অন্ধকারে * সময় ফুরোবার আগেই * রোদ মেলেছে পা * বিস্মরণে ২৫শে বৈশাখ * নাম দিলাম প্রত্যয় * সেদিন সূর্যাস্তে *পৃথিবীর বয়সিনী মেয়ে* প্রেমকাব্য ও সনেটগুচ্ছ * বইমেলায় প্রকাশিত-- নির্বাচিত কবিতা 




                                                                           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন