কবি মহাজিস মণ্ডল-এর দুটি কবিতা
ঝুলন্ত সেতু
শুরু আর শেষের মাঝখানে
ঝুলে থাকে একটা ঝুলন্ত সেতু
খানিক এদিক ওদিক হলেই
ঝুলে থাকা যায় অনায়াসে অনন্ত...
বেদনার বৃষ্টি
ফিরে আসে সমস্ত স্মৃতি চিহ্ন ছিঁড়ে খুঁড়ে
অশ্রু ভারাক্রান্ত সারারাত
আকুল কাঁদে দুকূল ভাঙা নদীর মতো
অক্ষরের ভেতরে বাজে দহনের বাঁশি
নিষিদ্ধ চৌকাঠের আড়ালে ছায়াদের ভিড়
তুমুল বেদনার বৃষ্টি ঝরায় অকস্মাৎ...
*************************************************************
মহাজিস মণ্ডল
১লা জানুয়ারি ১৯৮২ সালে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত লালুয়াগেড়্যা গ্ৰামে জন্মগ্ৰহন করেন।
পিতা শ্রী একাদশী মণ্ডল মাতা শ্রীমতী আরতি মণ্ডল। খুব ছোট থেকেই লেখালেখি শুরু।অসংখ্য ছোট বড় পত্র পত্রিকায় মহাজিস লিখে চলেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন