রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

হিমাংশু রায়



কবি হিমাংশু রায়-এর দুটি কবিতা  


ইচ্ছে


একফালি রোদের মত পাহাড় 

একটা নীল আকাশ মত নদী

একটা ইচ্ছে মত স্বপ্ন

কখনো আমার হত যদি।


জোনাকির আলোর আভার রাত

আয়নায় আলো ছড়ানো দিন

খড়ের গাদায় পড়ার মত আঘাত

হতাম যদি পাখির মত স্বাধীন।


গল্পগুলোর মিষ্টিজাতীয় শেষ

সব গল্প এমনটাই যদি হবে

রাখতাম কি অসমাপ্ত কিছু বাকি

আমিও মানুষ হতাম কবে।




 








জলরং আর মানুষ

হাতে কি?

জলরং

জল দিয়ে জলের ছবি আঁকি।

দাঁড়িপাল্লায় কি?

পাথর

পাথর দিয়ে পাথরের ওজন করি

বুকে কি?

মানুষ

মানুষ দিয়ে মানুষের ছবি আঁকি, ওজন করি।


***************************************************



 হিমাংশু রায়

 কোচবিহার জেলার ভোগরামগুড়ি গ্রাম থেকে লিখছেন। পিতা শ্রী কামিনী কান্ত রায়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর উত্তীর্ণ।প্রকাশিত বই জলস্পর্শের শহর।কবিতায় মানুষ খুঁজতে ভালোবাসেন ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন