পার্থ সারথী মাজী-র দুটি কবিতা
খড়ের কুটো
একটা দুটো
খড়ের কুটো,
যাচ্ছে ভেসে
অন্য দেশে।
ঠাই ঠিকানা-
তাও জানে না,
ভাসছে জলে
মনটা খুলে।
কোথায় যাবে?
থামবে কবে?
জানেও না সে
ভাসছে হেসে।
গঙ্গা নদী
যেতো যদি,
মনটা তার
নাচত আবার।
লকডাউন
আবার লকডাউন
শুরু হল আজগুবি,
ফোনের স্ক্রিনে দেখা
কত না আশ্চর্য ছবি।
সরকারি কর্মচারী-
বলে হোক লকডাউন,
বাড়ছে সংক্রমণ
যাচ্ছে দেশের ধন।
গরিবের জাম-বাটি
বলে প্রভু খাব কী?
ডেলি দিনমজুরি খাটি
ছেলের মুখে দিব কী?
আমরা যে মধ্যবিত্ত-
সম্বল তো আছে অল্প,
সে তো মাস কয়েক
তারপর খাব কী?
********************************************************
পার্থ সারথী মাজী
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের খাজুরা থেকে লিখছেন।পিতা শ্রী ভোলানাথ মাজী ,মাতা শ্রীমতী আশালতা মাজী। বর্তমানে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের পড়ুয়া। পড়াশোনার পাশাপাশি লেখালেখি খুব প্রিয়।
অসাধারণ
উত্তরমুছুন