সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

অনুবাদ কবিতা * তপন পাত্র

 



স্বনামধন্য অধ্যাপক ও কবি লী তজু ফেং ( Lee Tzu Pheng ) -এর দু'টি কবিতার বাংলায় ভাবানুবাদ । ভাবানুবাদ করেছেন কবি তপন পাত্র ।


              (1)



Sip your Tea

Nice and Slow

No one Ever knows

when it’s Time to Go,

There’ll be no Time

to enjoy the Glow,

So sip your Tea

Nice and Slow.


Life is too Short but

feels pretty Long,

There’s too Much to do, 

 so much going Wrong,

And Most of the Time

  You Struggle to be Strong,

Before it’s too Late

and it’s time to Go,

Sip your Tea

Nice and Slow.


Some Friends stay,

others Go away,

Loved ones are Cherished

 but not all will Stay.

Kids will Grow up

and Fly away.

There’s really no Saying how

 Things will Go,

So sip your Tea

Nice and Slow.


In the End it’s really

all about understanding Love 

For this World  

and in the Stars above,

Appreciate and Value 

 who truly Cares,

Smile and Breathe

and let your Worries go,

So Just Sip your Tea

Nice and Slow."



              (2)



When I'm dead.

Your tears will flow

But I won't know

Cry with me now instead.


You will send flowers, 

But I won't see

Send them now instead


You'll say words of praise 

But I won't hear.

Praise me now instead


You'll forget my faults,

But I won't know.....

Forget them now  instead.


You'll miss me then,

But I won't feel.

Miss me now, instead.


You'll wish You could have

 spent more time with me,

Spend it now instead


When you hear I'm gone,

 you'll find your way 

 to my house to pay condolence 

  but we haven't even spoken

 in years.

Look for me now.




                            (১)


জীবনসুধায় আলতো আলতো চুমুক ,

মাধুরী মাখানো ধীরে ।

গমন কালের লগন আসবে কখন

 সে কথা জানিস কি রে ?

সময়ে পাবি না ,

সৌরভ আভা আঁকা ।

জীবনসুধায় আলতো আলতো চুমিস ,

 ধীর মধুরিমা মাখা ।


জীবন বড়োই ছোট ,

 মহা মনোরম অনুভবে ।

জয়ের জন্য বহুত রয়েছে বাকি ,

শুধু পঙ্কে জড়ায় সবে ।

সময়ের শিরোভাগ 

হায় , অপচয় অকারণ !

বড়ো বেশি দেরি হয়ে গেল,

আসে বিদায়ের সে লগন ।

জীবনসুধায় আলতো আলতো চুমুক ,

মাধুরী মাখানো ধীরে ।

বিদায় কালের ঘণ্টা ওই অদূরে ,

সে কথা বুঝিস কিরে ?


বন্ধু-মিত্র থাকবে দু'চারজন ,

 বাকি সব যাবে ঝরে ।

 সেই প্রেম বড়ো পরম মূল্যবান,

 থেকে যাবে চিরতরে ।

কতো কুঁড়ি হয় ফুল ,

ধীরে ধীরে যায় উড়ে ।

তারা কি বলে না হায় ,

কী ধন  যাচ্ছে পুড়ে ?

তাই ---এ শুধায় 

আলতো আলতো চুমুক ,

মাধুরী মাখানো ধীরে ।

 বিদায় কালের ঘন্টা ওই অদূরে ,

 সে কথা বুঝিস কি রে ?


ঘনিয়ে আসে যে সন্ধ‍্যা ,

দ‍্যাখো, পূজা ছাড়া কিছু নেই ।

ভূমানন্দেরে খোঁজো ,

আহা ! মাটিতে , তারায় সেই ।

আনন্দে ও নিঃশ্বাসে যার সতত আশীর্বাদ ,

বন্দনা করো তারে ।

জীবনের যতো আবর্জনা --

সব যাবে সরে সরে ।

জীবনসুধায় আলতো আলতো চুমুক ,

মাধুরী মাখানো ধীরে । 

গমনকালের লগন আসবে কখন

 সে কথা জানিস কি রে ?


                     (২)


যখন আমি মেলবো না চোখ আর 

অশ্রু তোমার ঝরবে আমার বুকে,

আমি তো আর জানবো না সে কথা 

পারলে আজ-ই কাঁদো আমার দুখে ।


আমার জন্য থরে থরে সাজিয়ে দেবে ফুল ,

আমি কি তা দেখবো দু'চোখ মেলে ?

পারলে আজ-ই একটি কুঁড়ি দিও

 ভালোবাসায় নাই বা হোল, নিছক অবহেলে ।


জানি আমার  গুণগানে হবেই পঞ্চমুখ ,

আমি তো তা শুনবো না গো কানে ।

 এখন একটি মিষ্টি কথা বলো,

 খুশির জোয়ার আসুক আমার প্রাণে ।


ভুলে যাবে ,জানি -- আমার সকল দোষ ,

কেমন করে বুঝবো আমি তা ---

পারলে ক্ষমো সকল অপরাধ ,

শান্ত মনে ফিরবো নিজের গাঁ ।


সেদিন আমার অভাব বুঝবে তুমি,

 থাকবে না তা আমার অনুভবে ।

 যাবার পরে কে আর বুঝতে পারে , 

 কার অভাবে কে কেঁদেছে কবে ?


ভাববে সেদিন অনেক সময় কাটুক,

আমার সাথে নিতান্ত নির্জনে ।

পারলে আজ-ই এসো, পাশে বসো ;

 মনের কথা কইবো গো দুইজনে ।


যখন শুনবে, চিরতরে চলে গেছি,

পথে পথে ফিরে , গাইবে শোকের গান ;

হাজার বছর   হবে নাকো তবু কথা,

এখনই বরং উপহার দাও হাসি আর কলতান ।


*************************************************************



তপন পাত্র 

পুরুলিয়ার সুপ্রাচীন লোকসংস্কৃতির বিভিন্ন দিক ফুটে ওঠে পেশায় অধ্যাপক তপন পাত্রর কলমেগদ্য ও কবিতা উভয় শাখাতেই তিনি সাবলীল । তাঁর কয়েকটি উল্লেখযোগ্য বই ---কাব্যগ্রন্থ : মাটিও কালে ঢেউ  --(১৯৯৪) * অচেনা রং --(১৯৯৮) * স্বাতী নক্ষত্রের জল  ঝিনুকের বুকে --(২০০০) *  ঝড় সওয়া কলাপাতার গান --(২০০৩) * রচিত কবিতা --(২০১৮ ) বিভাবরী --(২০১৮) * সেই পলাশ্যার তিন পাত --( (মানভূঁইয়া কবিতা) (২০১৯) * সুদূর মাঠের প্রস্তাব -- (২০২০) * কোভিড নাইনটিন্ --(২০২০) * বসন খসে পড়ে --(২০২১) ছড়া---দিলাম ছড়া ছড়িয়ে --(১৯৯২) *  হুল  --(২০১৩)


1 টি মন্তব্য:

  1. খুব ভালো লাগলো অনূদিত কবিতাগুলি। শুধু কবিপরিচিতি সামান্য থাকলে ভাওলো হতো।

    উত্তরমুছুন