কবি মালা ঘোষ মিত্র-এর দুটি কবিতা
বাতাসের সুর
সমাপ্তিকাল থাকে শব্দ যাপনের
মরশুম শুধুই পাতাঝরার
প্রতিনিয়ত খুঁজে চলি নিজেকে
মাঝে মাঝে হারিয়ে ফেলি,
ভয়ে ভয়ে থাকি, জীবাশ্মের জন্য মাটি খুঁড়ি
উজলে পড়ে ব্যাকুলতা ঝাঁপতালে
অভিমানী পায়রা শূন্যে ওড়ে।
উদাসীন অবকাশে জোছনা নামে----
আকাঙ্ক্ষা কেবলি আড়াল করে,
নিস্তব্ধ দেয়ালে আলো পড়ে
সরে যায় অন্ধকার।
আহ্লাদে মন ভরে যায়।
বিধিমত সিঁড়ি ধরে উঠতে থাকি
বহুদিন ভেসে থাকি----
হ্যামিলনের বাঁশির সুর বাতাসে
ফুটে উঠছে মন মাতানো আনন্দ।।
উল্কাপাতের অপেক্ষা
পাশে থেকে হেঁটে চলে যায়
এক আশ্বিনের মেঘমেদুর বিকেলে;
ছাউনিতে ছিল কেমন এসো এসো
ইশারা! প্রতীক্ষায় থেকে গ্যাছে
দীর্ঘসময়, নির্জনতা ভীষণ কাঁদায়?
নিজেকে এখনো চিনতে পারিনি।
উচ্ছ্বাসের দাম কি করে মাপবে?
ঘোরালো রঙের মেঘ আকাশে
ফেরার পথ ধরতেই হবে।
বিনিসুতোর মালায় গাঁথা থাকে ক্ষোভ
ভারি সুন্দর রেশমবাতাস ভেসে আসছে----
হৃৎপিন্ডের উল্টোদিকে বিঁধছে
শজারুর কাঁটা-----
সময় গনগনে আঁচের মধ্যে
ঘূর্ণিপাক খাচ্ছে।
উল্কাপাতের মতো ঘটুক কিছু একটা!
রাংতামোড়া রাগ সংক্রমণ ছড়ায়।।
****************************************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন