কবি বিকাশ চন্দ-এর দুটি কবিতা
আছি কৃত্রিম সহবাসে
অনন্ত রাগের মুড়কি ভাঙে শরীরী পাঁজর
খামছে ধরেছে হৃদয় কথা
অনুচ্চারিত অক্ষরগুলি রক্ত মাখছিল
আঁতুড় ঘরের পাহারায় রাজা রানী পারিষদ
আর কোন জন্ম সূত্রের গল্প কথা নয়
ইচ্ছেরা নিয়তি কাল আমার অপেক্ষায়
জলতরঙ্গ সুর তোলে প্রাচীন শরীরে
নড়ে চড়ে উঠোনে আসে নশ্বর কাল
অকাল বৃষ্টিতে কাদা মাখে গোধূলি
রূপশালী দুধেশ্বর পাটনি মৌল ধান
দুধ ধানী শিষে আকালের অঙ্কুর যন্ত্রণা
করতলে অর্ঘ্য
কাঁপে বিষণ্ণ ঈশ্বরের মুখ
সকল সম্মিলন এখন ছুঁয়ে আছে সংসার
ঠোঁটের আদর আত্মার আল্পনা আঁকে
শাঁখে শাঁখায় ভাতের থালায় শাদা ভাত ফুল
আড়ালে চেনা ক্ষত মুখ
গাছে ডালে শাখায় রক্ত মুকুল বকুল অমাবস্যা
জবা সঙ্কাশ কুয়াশায় ভেজে মায়াবী ঈশ্বর ঈশ্বরী
প্রহর শেষে শরীর ছুঁয়ে উঠে আসে
শরীর ভাঙে পাঁজর উজাড় একাকী অচেনা আঁচলে
সমকাল জানে কেমন বেঁচে আছি কৃত্রিম সহবাসে
সোহাগ
আজই মধ্য রাতে ক্যানভাস ভিজে গেল পুনর্বার
চেনা ছবি ওলট পালট রঙ বদলে দিল
কোনো কোনো শরীরে উন্মাদ উচ্ছ্বাস রঙে প্যালেটে
পোট্রের্ট ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে উদ্দাম যুবক যুবতী
#
পর্ণমোচী গাছের বাকল বদল জানে আদি পিতা মাতা
একটা পূর্ণ শরীরে বিভাজন যন্ত্রণা নিভৃতে দেখে নিয়তি
আকাশ সফরে উড়ে গেল প্রথম প্রহরে
একটা মেয়ে পাখি
আর একটা পুরুষ পাখি
সবুজ খুঁজে পেতে প্রেম খোঁজে কুঞ্জবনে
তারও পরে রাত বারোটা বাজলেই
সদ্য ছেড়ে যাওয়া শরীরের খোলসে
আবারও জীবন ফিরে আসে অপার উষ্ণতায়
স্বর্গ নরক সমাধি শ্মশান গোরোস্তান জানে
বসুমতী আঁচলে আঁকে আলপনা চোখের জলে
#
কিছু আগুনে পুড়ছে স্বয়ং স্বরলিপি
কে জানে কেমন বাঁচে জনপদ
সকল রাতের মতোই আর একটা রাত
ওতপেতে আড়ালে নৃশংস সোহাগ
নিভৃতে বদলে দ্যায় আত্মার প্রদর্শনী
********************************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন