কবি জেম সাহা-র একটি কবিতা
পাদ্রির অসুখ
এই ভেজা তোয়ালের মত নীল নিয়ে কী মুছে দেখাবো আমি
তার চেয়ে বরং এক চাকার সাইকেল চালিয়ে
খেলা দেখানো ভালো
ভালো দুপুরে পর্দা টেনে ঘুমোনো— বিকেলের
ছোটো সিনেমাগুলিতে ঢুঁ মেরে আসা
অস্ত্র পাচারে সুখ রয়েছে— যে থালায় এই জীবন ছিলো
তাকেও আসতে হবে ছোট্ট বাটির নিকটে
কোথায় নেমে এসেছে খাদ্যরসের অর্বুদ জীববাহিকাগুলি !
পাদ্রির স্বপ্নে পাওয়া বাচ্চাকে দু' হাতে তুলে ধরার মত করে পিতা
ঝড় ও গভীর রাতে কোনো স্টেশনের বিজন বুকে
ভেজা তোয়ালের মত জীবন নিয়ে কী করে দেখাবো আমি
তার চেয়ে বরং হকারের গলায় দুটো গান গেয়ে শোনাই
******************************************************
জেম সাহা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন