কবি অনুপম দে-এর দুটি কবিতা
" কানামাছি কানহা "
মসজিদ মন জুড়ে,
শুধুই দোতারা শহর!
মোহনায় চিল নেমে এলে..
মাছেদের অসুখে সাঁতার কাটে
ভবিতব্য ধৃতরাষ্ট্র!
কোনোদিন...
নদী ছিলো তার পিঠ জুড়ে--
আজ শুধুই চাঁদোয়া বালি!
চকমকি পাথর ঘষা খেয়ে,
দাবানল জ্বালে চিমনির কঙ্কালে!
কখনও...
নদী খাতের মশারি মথ;
পুড়তে পুড়তে পেয়ে যায়..
প্রজাপতি আলিঙ্গন! অথবা;
বছর শেষের জোনাকি হিসেব!
যেভাবেই ভালোবাসো,
হলুদ পাকদন্ডি হীরে;
নিয়ে যাবে তারাখসা মাছ!
দেহ আর দাহর মাঝে পড়ে থাকে..
সোনামুখী সূঁচ!
বিঁধতে থাকে ঈশ্বরের মতো!!
" ওয়ান নাইট স্ট্যান্ড "
এভাবেই একদিন দূরে সরে যায়..
জয়সলমীর রাত!
কুচো বরফের জানলায়;
কতগুলো ত্রিভুজ হাত--
অস্পষ্ট হতে থাকে..
যেভাবে সুগন্ধি হারিয়েছে;
ক্ষণজন্মা চাদর!
এখন...
কোথাও আর নীল আলো নেই---
মারিয়ানার অজ্ঞাতবাসে!
এখন রোদ এসে পড়লে;
শার্সি গর্ভবতী হয়!
এখন..
বারান্দার অন্য মানুষ;
শরীর পায় বিজ্ঞাপনী ইস্তেহারে!
তা সত্ত্বেও...
মন থাকে লুকনো।
কোনো অলিন্দে।
মৃত্যু বাণের মতো!!
সেখানেই অভিবাদন লাট খায়!
পেঁজা সূতোর গোধূলিতে..
সুগন্ধি তাড়া করে;
হিংসের লালারস!
রক্তবীজের পুরাণ পড়ে পড়ে মার খায়!!
অনুভূতি আসার আগে..
সান্দ্র মন জিতে নেয়
সমস্ত পদাবলীর ধরন।
******************************************************
"এখন রোদ এসে পড়লে;
উত্তরমুছুনশার্সি গর্ভবতী হয়!"
অনবদ্য।
অতিমারি নিয়েছে অনেক, দিয়ে গেছে নিভৃতে কবিতা।