কবি সব্যসাচী গোস্বামী-র কবিতা
ভ্রমন সিরিজ
বক্সা-লেপচাকা
পাহাড় যেখানে একলাটি অভিমানী
পাথরের নুড়ি ছড়িয়ে দিয়েছে পথ
সবুজের ছোঁয়া, মেঘেদের কানাকানি
পাকদন্ডিতে পতাকার পত্পত্
পথে যেতে যেতে ক্ষনিকের বিশ্রাম
ল্যান্ডস্কেপ ছুঁয়ে ঝর্ণার সঙ্গীত
মনে পড়ে যদি সেই ছেলেটার নাম
যার কাঁধে ছিল লাগেজবন্দি কিট
সে তোমার কেউ ছিল না-কি কোনও কালে?
কাটিয়েছ কোনও মধুমাস তার সাথে?
বক্সার জেলে ছুঁয়ে থাকা দ্রোহকালে
রেখেছ কি হাত সেই ছেলেটার হাতে?
এখনও কি কোনও অলস সময় জুড়ে
নাগরিক বোধে লেপচাকা ঢুকে পড়ে?
নরম সকালে ভাবনার রোদ্দুরে
ছেলেটার কথা এখনও কি মনে পড়ে?
জয়ন্তি
নদীটিও ছিল চঞ্চল তোর মতো
আকাশটা ছিল মেঘ-রোদ্দুর মাখা
গাছের শাখায় সবুজের হাতছানি
প্রকৃতিও ছিল শান্ত ও সংযত।
প্রাচীন পাথর যেন রোদে বসা কচ্ছপ
বালুচর জুড়ে রোদ্দুর ছুঁয়ে চিক্ চিক্
সময় এখানে নিয়ম মেনেই ঠিক্ঠাক
তির্ তির্ জলে চোরাস্রোত ছিল স্বচ্ছ।
তোদে
নীল আকাশে তুষার পাহাড় সারি
নাগরিক মন তোমার সঙ্গে আড়ি।
এখন আমরা মেঘের দেশের পথিক
পরোয়া করি না কি যে ভুল, কি যে সঠিক।
এখানে ওখানে অপাপবিদ্ধ মুখ
অতিথি সেবায় মরমীয়া উৎসুক।
পাহাড়ের গায়ে পটে আঁকা ছবি তোদে
ছড়িয়ে পড়েছে নাগরিক মনে, বোধে।
**********************************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন