কবি বিজয় সিংহ-এর দুটি কবিতা
প্রসঙ্গ
বেহুলা যদি তুমিই এ জল মহাকালের অসংযত নেশা
তোমার মুখের ছায়ায় ঘেরা দিয়া
তোমার চোখের অশ্রুর অন্তরা
কালস্রোতে দিব্যদৃষ্টি মেশায়
ছন্ন শরীর নিজেই নিজের মাংস ফেলছে অন্তিম নিঃশ্বাসে
আমার জমাট রক্ত ফাটায় শিরা
আমার কঙ্কালে এসে নিভে যাচ্ছে মহানিশার আলো
ভালোবাসার স্পর্শ হয়ে ছুটেছে মান্দাস
কিন্তু কথা দিয়েছিলে ইন্দ্রের রাজসভায়
নূপুর তোমার তুফান তুলবে না
তোমার নাভি জ্বালবে না কস্তুরী
স্পর্শাতীত হৃদবাউলের অতন্দ্র গান গায়
মাংসের শব কঙ্কালসার হোক আত্মা অচ্ছেদ্য অঘ্রাণে
অতল চোখের ভাষা পড়তে পারে
দুটি ওষ্ঠের দিব্য ছুঁয়ে যায়
মহাকাল সব প্রস্থান ভূমি চেনে
ভবসিন্ধুরও সব প্রসঙ্গ জানা
রেখা
রাস্তাঘাট পিতল লোহা ক্যাওস ক্যাকোফোনি
কুণ্ডলীপাকে আছেন অতন্দ্র কালফণী
দুজনেরই মধ্যে সীমা ভারত-বাংলাদেশ
সূক্ষ্ম শরীর বার্তা ছুঁচ্ছে মাধুর্য সংশ্লেষে
বালক ঘুড়ি ওড়ায় দিক্ বালিকা ভাসে শূন্যে
সবাই নিস্তব্ধে নামে ঐশী জাদুর জন্যে
তোমার ওই গর্ ঠিকানা আমার অনুসন্ধান
মধ্যে নিঃশব্দ্যে ভাসে অপূর্ব সাম্পান
হৃদয় জ্বলে হৃদয় নেভে অধীশ্বরা রাতে
দুটি হাতের রেখা কাঁপছে জটার জ্যোৎস্নাতে
************************************************************
বিজয় সিংহ! এক অতি প্রিয় পরিচিত নাম।
উত্তরমুছুনদুটি কবিতাকে একইসঙ্গে জানাই সেলাম