রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

পলাশ দাস



কবি পলাশ দাস-এর দুটি কবিতা 


আলো-হাওয়া 


তখনও হাওয়া বইছে থর থর 

মৃদু শব্দ মৃদু আলো 

জেগে আছে গাছের পাতায়  


দু একটা লোক 

              আলো হাওয়া 


দু এক খণ্ড ছড়িয়ে যাচ্ছে এদিক ওদিক 

দু এক খণ্ড তবুও কাছাকাছি 


তারা খসা রাত ধ্বংস লিখছে খাতায় 

ছাদের মতো রাতের রাজপথ 


খণ্ড খণ্ড দিনের অবশেষ 

খণ্ড খণ্ড দিনের আলো হাওয়া 


আমরা আছি এই বিকেল জুড়ে 

ঘোষণা মুগ্ধ রাতের সাইরেন 




                                                     








ঈ 

দৃশ্যত আরও কিছুটা সকাল হলে 

তেমাথার মোড়ে এসে দাঁড়াই 

চায়ের দোকানে উসকোখুসকো ভিড় 

শীতের আকাশের মতো থিতিয়ে থাকা ঢেউ   

ভিজে হাওয়া নেমে আসে খুড়িয়ে খুড়িয়ে 

উড়ালপুল থেকে  

যেন কালকে রাতে ওর পায়ে লেগেছে চোট 

একটা দুটো করে আলো নিভে যাচ্ছে


*******************************************************



 পলাশ দাস

জন্ম:- 27 মার্চ, 1989,বারাসাত।
স্থায়ী বসবাস বারাসতে। পিতা- প্রদ্যুৎ দাস, মাতা- কৃষ্ণা দাস।
2018 সালে প্রথম কবিতা প্রকাশ,কলকাতা শব্দহরিণ পত্রিকায় সাত্যকি নামে(পরিবার প্রদত্ত নাম পলাশ দাস)। পরবর্তীতে নিজ নামেই লেখা প্রকাশ। লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে বা হচ্ছে।কবিকথা, কাগজের ঠোঙা,কালধ্বনি, পদক্ষেপ,সাহিত্য সৃজনী, সাগ্নিক, অবেক্ষণ, অর্বাচীন,মুখর,কবিতা সীমান্ত, আখরকথা, কবিতা নগর,ষোলো আনা, ঝিলম,ভোরের সাঁঝপথ,কবিতা কুটির, আজকের কুরুক্ষেত্র,বিবস্বান,নৌকা প্রভৃতি।


২টি মন্তব্য: