কবি শতদল মিত্র-এর দুটি কবিতা
সেই সব নিরক্ষরদের প্রতি
সকাল থেকে রাত, আবার
আঁধার থেকে ভোরের আলো—
পর্দার আড়াল থেকে অন্ধকারে
পিচুটিপড়া চোখে চেটে খাও
পরদার গোপন
আর থলথলে মেদ থেকে
ঝরাও পুঁজ ও স্রাব প্রতিটি যাপনে,
জানো তো শুধু সোনার মূল্য
কোন পোশাক বিদেশি কত—
সেই তুমি, তোমরা নীতিশিক্ষক আজ!
আগে জীবনকে চেনো
জেনে নাও কোন অক্ষর কতখানি আগ্নেয়
নিজেকে জ্বালাতে শেখো
অনুভবে এনো কান্না আঁকতে গেলে
বুকের গহীনে ঝরে কতটা রক্ত!
হে, মহান মনুর সন্তান, নিরক্ষর
তারপর বলো,
--কবি, তুমি নষ্ট!
জীবনের ওম
আজও এসেছে আলো
শীতের কুয়াশা ছিঁড়ে
ঝাঁপিয়ে পড়েছে রোদ
ঘরের চৌকাঠে...
এখনও ভালোবাস?
ভালোবাসে সে, তাহারা?
ভালোবাসি আমি তাই!
ভালোবেসে ভালোবেসে
সকল ক্ষয়ের শেষে
আহা—
ছেঁড়া কাঁথার নিবিড় ওমে
রাত্রিটি পুষে রাখি প্রত্যহ যত্নে।
একমাত্র তোলা শাড়িখানা ছিঁড়ে গেলে
মা আমার জন্যে তাই দিয়ে নিশি ভেঙে
বুনেছিল কাঁথাখানি
আলোর আদরে একদিন—
জীবনের ঢঙে।
*************************************************
মনুর সন্তানেরা সত্যই নিরক্ষর দাদা। সহজে বুঝবে না।
উত্তরমুছুনআহা, আরাম হয় আপনাদের কবিতা পড়লে...
তারপর বলো ,
উত্তরমুছুন--কবি , তুমি নষ্ট !
... ডুবে যাওয়া যায় এইরকম লাইনে ,লেখাতে ।
কি অসাধারণ অকপট লেখা । বড় ভালো লাগল দাদা ।
উত্তরমুছুন