কবি শহীদুল ইসলাম-এর দুটি কবিতা
সব আঁধার তখন পলাতকা দিন
চোখ
তোমার বিধ্বংসী তীর বিদ্ধ করা বিরত রাখো
সহনের মাত্রা অতিক্রম করো না
দহনের একটা সীমা তো থাকতেই হবে
কাল অতিবাহিত হলে -
দৃষ্টি ক্ষীণ
চামড়া কুঁচকানো
ঘোলাটে রেটিনা
সব আলো জোনাকির আলোর মতো ম্রিয়মান
সব আঁধার তখন পলাতকা দিন
সময় একদিন সময়কে পীড়ন করে
কেননা সময় বেশি নেই --- নেই।
হিমাগার
আমি অপেক্ষা করছি
যেভাবে প্রেমিক প্রেমিকা করে একে অন্যের জন্য
সে হেঁটে আসছে
অনেক রোদ
দুপুরটা তেতে আছে
ঘাম পড়ছে টপটপ
আমি বললাম এসির মধ্যে এসো
সে বলল আমি তোমার বুকে যাবো
এরকম শীতলতম পৃথিবীর কোনো এসি নেই।
************************************************************
শহীদুল ইসলাম
সাতক্ষীরা থেকে লিখছেন ।
পেশা শিক্ষকতা প্রভাষক, বাংলা বিভাগ, ঝাউডাঙ্গা কলেজ সাতক্ষীরা সদর।
চমৎকার কবিতা। কবিতার শত ফুল বিকশিত হোক।
উত্তরমুছুন