রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

কুতুব উদ্দিন মন্ডল



কবি কুতুব উদ্দিন মন্ডল-এর দুটি কবিতা 


মেঘ-টুপ টাপ


গোপন  কথাটি বলবো বলে আসা

নিজেকে ছায়া করে করে  এতদূর 

যখন ঘর বাড়ি  ভুলি তখন  রাত। 

রাত  পেরয় না 

অদ্যম ইচ্ছের হাত বাড়িয়ে দিতে  চাই।


যখন  পাখিরা  গেয়ে ওঠে 

ঠোঁট  ছুয়ে  য়ায়  

বৃষ্টিতে ভেজে নদী

অন্ধ গলির পাশে  ডানা ঝাপটায়


সোহাগ আকাশের মেঘ...

টুপটাপ-


এই গোপন  কথাটি  বলবো বলে  আসা।












দাবানল 

জামবন থেকে যখন বাঘ বেরোলো 

 গা থেকে খসে পড়ল পোষাক।

তখন একটা পথ খুঁজছি -

এগোতে হলেও কাঁটা,আরও কাঁটা

কোথাও একটু বাতাসে মোচড় খাই

আমার এখন পাখির চোখও বুজে যায় 

চঞ্চলতায় সীমানা পেরুচ্ছি 

সম্পূর্ণ গাঙচিল হয়ে সব অহংকার 

ধুলিস্যাৎ হল। 


আমি এখন বন্য পাঠক

পরে নিচ্ছি অরন্যের গভীরে 

জাম বন,  শাল বন, মহুয়া যেকোনো বন থেকে 

বাঘ বেরুলে আর আমার ভয় নেই 

এখন আমি একটা  জনপ্রিয় দাবানল। 


************************************************************



কুতুব উদ্দিন মন্ডল

উত্তর দেরিয়াপুর সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন কবি কুতুব উদ্দিন। বিভিন্ন পত্র পত্রিকায় লেখেন। পুরস্কার -বুলবুল পত্রিকাথেকে "নজরুল স্মৃতি" সম্মাননা।এখনো কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন