কবি মৃন্ময় মাজী-র দুটি কবিতা
অনার্যের মাটি কাঁদে
ভোরের আলোর খোঁজে
যে পাহাড় জেগেছে সে রাত
আমি তার পাদদেশে
ফোঁটা ফোঁটা শিশিরের ফুলে
মুখ ঢেকে গেছি
রাতের বিষাদে
ক্লান্ত জলছাপ
পৃথিবীর দেহে
ভেঙেছে নিজেকে
দেখেছি অনার্য
ধান ক্ষেত থেকে
উঠে আসে গুগলির দল
আদি অশ্রু বিন্দু অবিরল এঁকে যায়
বুকের ভেতর
অনার্যের ইতিহাস।
কোলাজ
ক্যামেরার চেনা শট্ গুলো
বার বার ভেসে আসে
আমি বৃষ্টি ভেজা জানালার
পাশে, চাতকের কথা শুনি
দু'চোখে দেদার মেঘ
বিদ্যুৎ চমকে উঠে,
দু'হাতে সরিয়ে আলো
নিজেকে কোলাজ করি রোজ।
*****************************************************************
মৃন্ময় মাজী
জন্ম ৮ এপ্রিল ১৯৯০
সুন্দরাবাঁধ ( রঘুনাথপুর ২ নং ব্লক) ,পুরুলিয়া থেকে লিখছেন।
পিতা সুভাষ চন্দ্র মাজী, মাতা পার্ব্বতী মাজী। ২০২০ সাল থেকে মূলত লেখালেখি শুরু,
পাশাপাশি সেই বছর থেকেই শিল্পজগৎ ওয়েব ম্যাগাজিন-এর সম্পাদনা,যা ইতিমধ্যেই পাঠকপ্রিয় হয়ে উঠেছে ।
মৃণ্ময় মাজী আমার আত্মজার বয়সী। অত্যন্ত সুন্দর লিখে চলেছে। ওঁকে প্রথম
উত্তরমুছুনদেখি মুখপুস্তকে। অত্যন্ত বলিষ্ঠ হাত। পাশাপাশি লোকায়ত প্রান্তিক কবিতায়ও
সমান পারদর্শী। এখানে প্রকাশিত দুটো লেখাই অত্যন্ত গভীর, মর্মস্পর্শী।
দুটি কবিতা আলাদা স্বত্তা য় অনন্য
উত্তরমুছুন