কবিতাগুচ্ছ * শীলা দাশ
সহজ কবিতা
সহজ কবিতার জন্মমুহূর্তে
সেজে ওঠে জগৎসংসার
যুবক যুবতী লুকোচুরি খেলে
নড়াচড়া করে নরম জল
সন্ধ্যাতারার সাথে দেখা হয় রোজ
সুবাতাসের জন্য অপেক্ষা
স্বপ্ন মাখামাখি ভালোবাসার
ডাক ছেড়ে আর্তনাদ করে মোহরাত
হাড়গিলে গলিরা রঙ মাখে গায়ে
সহজ কবিতায় রহস্যময় সবকিছুই।
চিত্রকল্প
আলপনা আঁকছি,এক
চিলতে কুনকেতে
অবিশ্বাসের নিটোল
চিত্রকল্প।
ছবিতে ফুটে উঠছে
প্রত্ন আগলে রাখা দেহে
আঁচলের মায়া আর
ছায়া মাথুর মানভঞ্জনের।
(১)
এবার মহাকাশে উড়িয়ে দেবো
সব ব্যর্থতার বীজ
পাখির ভাষায় উড়ে
যাবে মৃতগন্ধে বিলাপী
শহর আর ছায়াপথে
ছড়ানো বিষাদ।
(২)
এবার সারা ব্রহ্মাণ্ড পড়ে
ফেলবো সৃষ্টির ভাষায়
চন্দ্রধোয়া নদীতে সুগন্ধি
কুমকুম ছেটাবো
সুখের চিহ্ন এঁকে দেবো
সমুদ্র আকাশের দিগন্তবন্দীশে।
(৩)
এবার সোনাঝুরি প্রেমে
পাতাদের কম্পনে শিরশিরানি
দেহের ভাষা শেখাবো
ঝর্ণাধারায় পাথরেরা কলকলায় তারপর
নদীর ভাষায় ঝাঁপ দেবে বেতস বনের অন্ধকারে।
(৪)
এবার অমল রোদ্দুরে
পিঠ পেতে বসে ফুঁড়ে
ফুঁড়ে ফুল তুলবো
বিনোদিনী নকশীকাঁথায়
অলৌকিক আকাশকুসুম
**********************************************************
"সমুদ্র বাতাসের দিগন্তবন্দীশ"-এ জাড়িত কবিতাগুলি বড়ো মধুময়।
উত্তরমুছুন